বাবলু হক, মালদহ: বৃদ্ধকে কুপিয়ে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল জামাইকে। খুনের ঘটনায় একাধিক তথ্য সামনে আসছে। এই খুনের পিছনে কি রয়েছে ‘কালো জাদু’ কুসংস্কার? স্থানীয় ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এসব কথাই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধ জসিমউদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। তাঁর স্ত্রী সাহানাকে একই সঙ্গে কোপানো হয়। তিনি এখনও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তদন্তে নেমে একাধিক তথ্য সংগ্রহ করছিল। তার ভিত্তিতে ওই বৃদ্ধ দম্পতির জামাই মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি বৃদ্ধের প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই। মোজাম্মেল মাঝেমধ্যেই খুনের হুমকি দিতেন। সেই কথা পরিবারের অন্যরা জানিয়েছেন।
কিন্তু কেন এভাবে শ্বশুর-শাশুড়ির উপর আক্রমণ করলেন তিনি? কোনও প্রতিহিংসা কি মনের মধ্যে দীর্ঘদিন ধরে পুষে রেখেছিলেন? জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল। মোজাম্মেলের মনে সন্দেহ ছিল, তাঁর শ্বশুরমশাই গুনিন, কালো জাদুর সঙ্গে জড়িয়ে। তাঁর উপর সেসব প্রয়োগের জন্য তিনি অসুস্থ হয়ে যাচ্ছিলেন। স্ত্রীর সঙ্গে এই বিষয়ে ঝামেল করতেন মোজাম্মেল। মাঝেমধ্যেই শ্বশুরবাড়ির সকলকে মেরে ফেলার হুমকি দিতেন তিনি।
সেই থেকেই শুক্রবার গভীর রাতে শ্বশুর ও শাশুড়ির উপর হামলা চালান তিনি। ওই হামলার পরেই এলাকা থেকে পালিয়েছিলেন মোজাম্মেল। চাঁচলের শিহিপুর থেকে তাঁকে গ্রেপ্তার হয়। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেন ধৃত ব্যক্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.