Advertisement
Advertisement

Breaking News

Soumendu Adhikari

সারদা ফাইল লোপাট মামলায় কাঁথি থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু, তদন্তে সহযোগিতার আশ্বাস

বৃহস্পতিবার বেলা ১২টা ১৩ মিনিটে থানায় প্রবেশ করেন তিনি।

Soumendu Adhikari visits Contai PS on Saradha document missing case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 2, 2023 1:01 pm
  • Updated:November 2, 2023 1:21 pm   

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সারদার ফাইল লোপাট মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন প্রাক্তন পুর প্রধান সৌমেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেলা ১২টা ১৩ মিনিটে থানায় প্রবেশ করেন তিনি। তদন্তে সহযোগিতার আশ্বাস দেন শুভেন্দু অধিকারীর ভাই। তবে ঠিক কী কারণে এত দিন পর পুরনো মামলায় ডেকে পাঠানো হল তাঁকে, তা বুঝতেই পারছেন না সৌমেন্দুর আইনজীবী।

Advertisement

কাঁথির দিঘা বাইপাসে সারদা এনক্লেভ তৈরির জন্য সারদাকর্তা সুদীপ্ত সেন পুরসভাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। পুরসভার পাশাপাশি ব্যক্তিগত টাকাও সারদাকর্তা অধিকারীদের হাতে তুলে দেন বলেও অভিযোগ। কিন্তু কাঁথি পুরসভাতে ফাইল খুঁজতে গিয়ে দেখা যায় সারদা সংক্রান্ত ওই ফাইলটি উধাও। তাই পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না তদন্তের জন্যে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মামলায় ইতিমধ্যে সেন্ট্রাল জেলে গিয়ে সুদীপ্ত সেনকে জেরা করেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস।

[আরও পড়ুন: সপ্তাহান্তে রাজ্যের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কবে পড়বে ঠান্ডা?]

পাশাপাশি প্রক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতিকেও পুলিশ জেরা করে। এবার সেই মামলাতেই প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দুকে হাজিরার নির্দেশ। সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, “সারদা ফাইল নিখোঁজ মামলার তদন্তে প্রাক্তন পুরপ্রধান হিসেবে সৌমেন্দু অধিকারীকে জেরা করার জন্যে নোটিস পাঠানো হয়। উনি যথা সময়ে থানায় হাজিরা দেন।”
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? কলেজছাত্রীকে খুনের চেষ্টা যুবকের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ