Advertisement
Advertisement

Breaking News

মাধ্যমিকের জন্য ভোর থেকেই বিশেষ বাস, থাকবে অটো-ট্যাক্সিও

বিশেষ বাসে কারা চড়তে পারবেন?

Special buses for Madhyamike students from 6 a.m.
Published by: Paramita Paul
  • Posted:February 8, 2025 8:23 pm
  • Updated:February 8, 2025 8:37 pm   

নব্যেন্দু হাজরা: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ‌্যমিক পরীক্ষা। আর পরীক্ষার্থীরা যাতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সে কারণেই পরিবহণ নিগমের তরফে বিশেষ বাস পরিষেবা দেওয়া হচ্ছে। পরীক্ষা স্পেশাল লেখা বাসগুলো রাস্তায় ভোর থাকতেই চলবে বলে জানানো হয়েছে। পরীক্ষার দিনগুলোয় সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর দু’টো থেকে পাঁচটা পর্যন্ত রাস্তায় এই বিশেষ বাস দেখা যাবে। অভিভাবক এবং পরীক্ষার্থীরা তাতে উঠতে পারবেন। সঙ্গে রাখতে হবে অ‌্যাডমিড কার্ড। তবে বাসে জায়গা থাকলে সাধারণ যাত্রীরাও তাতে উঠতে পারবেন।

Advertisement

শুধু শহর নয়, মাধ‌্যমিক পরীক্ষার দিনগুলোয় ভোর থেকেই সচল থাকবে শহরতলি থেকে জেলাও। সরকারি-বেসরকারি বাস, অটো, টোটো, ট‌্যাক্সি, ক‌্যাব সব কিছুরই দেখা মিলবে বলে জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। খোলা থাকবে কন্ট্রোলরুমও। কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস‌্যায় পড়লে কন্ট্রোলরুমে ফোন করতে পারবেন। নম্বর হল ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩। পরীক্ষার দিনগুলোয় পরিবহণ দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

 

এক আধিকারিকের কথায়, শুধু পরীক্ষার্থী নন, যাঁরা পরীক্ষা নেবেন সেই শিক্ষকরা, অনেকেই আছেন যাঁরা দূর থেকে আসেন। পরীক্ষা শুরুর অনেক আগে তাঁদের কেন্দ্রে পৌঁছতে হয়। প্রশ্নপত্র স্টোর রুম থেকে আনার ব‌্যাপার থাকে। সেসব কথা মাথায় রেখেই ভোর থেকে রাজপথ সচল রাখা হবে। তাঁর কথায়, একই সঙ্গে সকালের দিকে ট্রেনের সংখ‌্যা বাড়ালে এবং গ‌্যালোপিং ট্রেনকে সব স্টেশনে দাঁড় করলে ভালো হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ