শাহজাদ হোসেন, জঙ্গিপুর: লক্ষ্মীপুজোয় বেরিয়ে প্রেমিকের সঙ্গে রেস্তরাঁয় খেতে যাওয়া যে এমন বিভীষিকা হয়ে উঠবে, কে ভেবেছিল? অথচ বাস্তবে ঘটল তেমনই। রেস্তরাঁ থেকে ফেরার পথে মুর্শিদাবাদের সালারে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৫ জনের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে আঠারো ছুঁইছুঁই প্রেমিকও। ঘটনায় অভিযুক্ত হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হলেও তিনজন এখনও পলাতক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সালারে। দোষীদের দ্রুত গ্রেপ্তারি ও কঠোরতম শাস্তির দাবিতে ফুঁসছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭ টা থেকে ৮ টার মধ্যে। জানা গিয়েছে, সালারের অষ্টম শ্রেণির ছাত্রী প্রেমিকের সঙ্গে লক্ষ্মীপুজোয় ঠাকুর দেখতে গিয়েছিল। তার বয়স সাড়ে চোদ্দ বছর, প্রেমিক সাড়ে ১৭ বছরের। দু’জনে ঠাকুর দেখার পর একটি রেস্তরাঁয় খেতে যায়। সেখান থেকে বেরিয়ে স্কুটিতে বাড়ি ফেরার সময়ে কুলুরি কালভার্ট এলাকায় বিপদ ঘটে। জানা গিয়েছে, সেখানে তাদের স্কুটি আটকে দাঁড়ায় পাঁচজন। যুগলের কাছে জানতে চাওয়া হয়, কোথায় গিয়েছিল তারা। জবাব পেয়েও ওই ৫ জন অপমানজনক কথাবার্তা বলতে থাকে বলে অভিযোগ। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। তাতেই প্রেমিককে তারা মারধর করে বলে অভিযোগ। মারের চোটে আতঙ্কিত প্রেমিক প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
অভিযোগ, এরপর প্রেমিকাকে একা পেয়েই ৫ জন মিল পাশে ঝোপের ধারে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই ঘটনার পর পালিয়ে গিয়ে কিশোরী পরিবারকে জানায় বিস্তারিত। সালার থানায় অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছে শিশু সুরক্ষা কমিশনের কার্যালয়ে। তার নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছে পুলিশ। তৎপরতার সঙ্গে তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম হুমায়ুন শেখ, আসলাম শেখ। আজ দু’জনকে আদালতে পেশ করা হবে। বাকি ৩ জন এখনও পলাতক। তাদের খোঁজে নেমেছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.