Advertisement
Advertisement

Breaking News

INTTUC

শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে তৎপর শাসকদল, দুর্গাপুর ও তমলুকে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

মঙ্গলবার দলের তরফে তমলুক ও দুর্গাপুরে আইএনটিটইউসির নতুন কোর কমিটির ঘোষণা করা হয়েছে।

TMC announces new core committee of INTTUC in Durgapur And Tamluk

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 20, 2025 10:55 am
  • Updated:May 20, 2025 10:58 am   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ছাব্বিশের ভোটের আগে দলীয় সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই উত্তর কলকাতা ও বীরভূম বাদে সব জেলার জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হয়েছে। আর এবার দলের শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে উদ্যত হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে তমলুক ও দুর্গাপুরে আইএনটিটইউসির নতুন কোর কমিটির ঘোষণা করা হয়েছে।

Advertisement

দুর্গাপুরে ১২ জন সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে। যার মাথায় রয়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নয়া কমিটির ১১ সদস্যের মধ্যে রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং, দেবব্রত কেশ, পূর্ণনন্দ চট্টোপাধ্যায়, সেখ আমিনুর রহমান এবং আকবর আলি।

এদিকে তমলুকেও নয় সদস্যের কোর কমিটির চেয়ারপার্সন করা হয়েছে দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাকি আট সদস্যের মধ্যে রয়েছেন আস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দন্ডপাত, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, সেখ আলমগীর, আলম জিলানি।

উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের সব জেলার জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হলেও, উত্তর কলকাতা ও বীরভূমে কোর কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর জেলা সভাপতির পদ হারান অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডল সাফ জানিয়েছিলেন, তিনি পদের জন্য দল করেন না। এদিকে দার্জিলিংয়ের (সমতল) জেলা সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ