Advertisement
Advertisement

Breaking News

TMC

৫০ হাজার টাকা না দেওয়ায় ‘কুপ্রস্তাব’, ‘কাদা ছেটানোর চেষ্টা’, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল কাউন্সিলরের

ঘটনার তদন্তে পুলিশ।

TMC councillor slams allegation of harassing over 50 thousand rupees
Published by: Subhankar Patra
  • Posted:August 24, 2025 6:26 pm
  • Updated:August 24, 2025 6:31 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিধবা মহিলার কাছে ৫০ হাজার টাকা দাবি। না দিলে কুস্তাবের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাদা ছেটানার চেষ্টা, রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা দাবি অভিযুক্তের। ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের। বিজেপির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী বাজারে একটি দোকান চালাতেন। তাঁর মৃত্যুর পর প্রথমদিকে মহিলা সবজি বিক্রি করতেন। পরে জামাকাপড়ের ব্যবসা শুরু করেন। সেই দোকান চালানোর সময় তাঁকে নানাভাবে চাপ দেওয়া শুরু হয়। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। না দিলে কুস্তাব দেন। সব জানিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। বিজেপি নেতা সুনীপ দাসের দাবি, তৃণমূল নেতা ক্ষমতাশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, “অবিলম্বে কাউন্সিলারকে গ্রেপ্তার করতে হবে।” যদিও অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল জানিয়েছেন অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। আমি চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। এবং সত্যি প্রকাশ্যে আসুক।” অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ