প্রতীকী ছবি।
শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা। নীতিপুলিশদের অত্যাচারে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তৃণমূল নেতা। সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। গাছে বেঁধে মারধরের পর তাঁর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয় বলেই অভিযোগ। নৃশংস বর্বরতার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকের নারাজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম।
সদ্যই পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লক নারাজোল গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় তৃণমূল। ওই গ্রাম পঞ্চায়েতের প্রার্থী চণ্ডীপুর গ্রামের এক বধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শনিবার রাতে ওই বধূর বাড়িতেই যান তৃণমূল নেতা। অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে যাওয়ার খবর পান স্থানীয়রা। উত্তেজিত হয়ে পড়েন তাঁরা।
অভিযোগ, ওই বধূর বাড়ি থেকে তৃণমূল নেতাকে জোর করে টেনে বার করা হয়। এরপর গাছে বেঁধে মারধর করা হয় তাঁকে। এখানেই শেষ নয়। অত্যাচারের পর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বাভাবিকভাবে এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তপন মাইতি বলেন, “তৃণমূল নেতারা বহু জায়গাতেই ভয় দেখিয়ে মহিলাদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করেন। মানুষের প্রয়োজন তৃণমূল সম্পর্কে আরও সচেতন হওয়া।” ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সুকুমার পাত্রের অবশ্য এখনও এ বিষয়ে কিছু জানেন না বলেই দাবি। তাঁর মতে, “অভিযোগ প্রমাণিত হলে আইন আইনের পথে চলবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.