Advertisement
Advertisement

Breaking News

Canning

ক্যানিংয়েও ‘ভূতুড়ে ভোটার’, এক ব্যক্তির নাম একাধিক বুথে! খতিয়ে দেখতে এলাকায় ঘুরছেন তৃণমূল বিধায়ক

শুক্রবার সকালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এলাকায় ঘুরলেন।

TMC MLA goes canning to catch ghost voters

ভোটার তালিকা নিয়ে এলাকায় তৃণমূল বিধায়ক। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:March 7, 2025 5:00 pm
  • Updated:March 7, 2025 5:30 pm   

দেবব্রত মণ্ডল, ক্যানিং: আধার কার্ডে লেখা উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঠিকানা। এদিকে তাঁরা থাকছেন দক্ষিণ ২৪ পরগনার দিঘিরপাড় এলাকায়। শুধু তাই নয়, এই এলাকার থাকার সুবাদে একাধিক কাগজপত্রও তৈরি করে ফেলেছেন। ‘ভূতুড়ে ভোটার’ ধরতে গিয়ে এমন একাধিক অভিযোগ  সামনে এসেছে। শুধু তাই নয়, একাধিক মৃত ব্যক্তির নামও রয়েছে ভোটার তালিকায়! শুক্রবার সকালে এমন সব ঘটনাই সামনে এসেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়।

Advertisement

এদিন ভূতুড়ে ভোটার ধরতে এলাকায় বেরিয়েছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন দুই ভূতুড়ে ভোটারকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর। এই বিষয়ে এলাকার প্রশাসনকেও জানানো হয়েছে। শুক্রবার সকালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথে গিয়েছিলেন। ভোটার তালিকা নিয়ে প্রতিটি বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য উত্তম পাল ও তন্ময় দাস।

সেক্ষেত্রে দেখা যায়, বেশ কিছু মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকাতে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ক্যানিংযের মাতলা ১ নম্বর গ্রামের বিভিন্ন এলাকায় বসিরহাটের কিছু আধার কার্ড পাওয়া গিয়েছে। অনেক দিন ধরেই তাঁরা সেখানে থাকছেন বলে খবর। ভোটার তালিকায় তাঁদের নাম উঠেছে কি? বসিরহাটেও তাঁদের ভোটার তালিকায় নাম আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। এক ব্যক্তির নাম একাধিক বুথে থাকার আশঙ্কাও থাকছে।

এ বিষয়ে বিধায়ক পরেশ রাম দাস বলেন, “দলের নির্দেশ মেনেই আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি পঞ্চায়েতের প্রতিটি বুথে বহু মানুষ উপস্থিত হচ্ছেন। যারা মূলত আমাদের দলের কর্মী। ভোটার তালিকা নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে খতিয়ে দেখছেন ভোটার তালিকা। শুধু তাই নয়, যেখানেই সমস্যা আছে বলে মনে করা হচ্ছে, সেসব জায়গায় প্রশাসনকে জানানো হচ্ছে। আমরা চাই স্বচ্ছভাবে আগামী বিধানসভা নির্বাচন পরিচালিত হোক।”

আরও একাধিক ভূতুড়ে ভোটারের সন্ধান ওই এলাকায় মিলবে। সেই আশঙ্কাও করছেন বিধায়ক। ক্যানিংয়ে প্রচুর মানুষ ঘরভাড়া নিয়ে থাকেন। এই এলাকায় অনেকেই ভোটার তালিকায় নামও তুলে ফেলেছেন বলে অভিযোগ। আগের এলাকায় ভোটার তালিকায়, তাঁদের নাম এখনও আছে কিনা, তাও খতিয়ে দেখা শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ