Advertisement
Advertisement

Breaking News

TMC

সমবায় ভোটে ভগবানপুরে জয়ী তৃণমূল, খাতাই খুলতে পারল সিপিএম-বিজেপি জোট

সবুজ আবির মেখে জয়ের আনন্দে মাতেন দলীয় কর্মী-সমর্থকরা।

TMC wins in a co operative election in Bhagwanpur

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 12, 2025 8:39 pm
  • Updated:September 12, 2025 8:39 pm   

রঞ্জন মহাপাত্র,কাঁথি: শুভেন্দুর গড়ে আবারও বড় জয় পেল তৃণমূল। সিপিএম-বিজেপি জোটের প্রার্থীরা খাতা খুলতেই পারলেন না। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল। মোট আসন সংখ্যা ৯ টি। মোট ভোটার ৭৭৫জন, ভোট পড়েছে ৬২৪টি। বাতিল ৪৭টি। ভোটগ্রহণ শেষে দেখা যায় সবকটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেছেন।

Advertisement

সিপিএম-বিজেপি জোটের প্রার্থীরা খাতা খুলতেই পারেনি। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল হয় এলাকায়। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা আবির উড়িয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন। ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল বলেন, “এই জয় উন্নয়নের পক্ষে জয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে।” কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “সমবায় ভোটে যে দলকে অর্থ ও পেশি শক্তিকে কাজে লাগাতে হয়, সেই দল নিয়ে কিছু বলার নেই। সময় হলে সাধারণ মানুষই তার উত্তর দেবে।”

প্রসঙ্গত, এর আগে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল। ১২টি আসনের সবকটি আসনে জয়ী হয় শাসক শিবির। এই সমবায় ভোটে বিজেপি এবং সিপিএমের জোট শক্তি ৯ টি আসনে লড়াই করেছিল। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি আসনে জয়ী হয় ঘাসফুল শিবির। ভোটাভুটির পর বাকি আসনগুলিও দখল করে তৃণমূল। তার মাত্র কয়েকদিন পর ফের সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় শাসক শিবিরের। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক সমবায় নির্বাচনে জয় শাসক শিবিরকে যে আরও অক্সিজেন জোগাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ