Advertisement
Advertisement

Breaking News

Basirhat

জমি বিবাদের জের! বাড়ির অদূরে বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি, কুপিয়ে ‘খুন’

ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

TMC worker killed in Basirhat after feud over land

হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী।  নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 17, 2025 9:13 am
  • Updated:June 17, 2025 1:02 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: বাড়ির অদূরেই ‘খুন’ তৃণমূল কংগ্রেস কর্মী। গুলির পর মৃত্যু নিশ্চিত করতে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায়। মৃতের নাম আনার হোসেন গাজি (২৫)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জমি নিয়ে বিবাদ ও পুরনো শক্রতার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। 

Advertisement

ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ। আনার হোসেন গাজি রাতে বাড়ির অদূরে রাস্তার ধারের একটি চায়ের দোকানের বাইরে বাইকের উপর বসেছিলেন। সেসময় বেশ কয়েকটি বাইকে করে একাধিক দুষ্কৃতী সেখানে গিয়ে তাঁকে ঘিরে ফেলে। খুব কাছ থেকে আনার হোসেন গাজিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। তারপরই দ্রুত বাইক করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আকস্মিক ঘটনা চায়ের দোকানে থাকা ব্যক্তিদের মধ্যে প্রথমে আতঙ্কিত ছড়িয়ে পড়েছিল। পরে তাঁরাই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন।

ঘটনা জানাজানি হতেই রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। হাসপাতাল চত্বরে ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে বসিরহাট থাকা থেকেও বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল চত্বর ও অকুস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনার হোসেন গাজি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে খবর। একসময় তিনি স্থানীয় তৃণমূল বিধায়কের আপ্ত সহয়াকের কাজও করতেন বলে খবর। কিন্তু কী কারণে এমন নৃশংস খুন? প্রাথমিকভাবে জানা গিয়েছে, আনার হোসেন গাজির সঙ্গে জমি ও টাকাপয়সা সংক্রান্ত বিবাদ চলছিল, কারও সঙ্গে। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ