Advertisement
Advertisement

Breaking News

Tajpur

তাজপুরের সমুদ্রে উত্তাল জোয়ারে জলকেলি! তলিয়ে গেলেন ৩ পর্যটক, মৃত এক

এখনও নিখোঁজ এক।

Tourist died in Tajpur drowning in Sea, 1 missing
Published by: Paramita Paul
  • Posted:June 17, 2025 4:31 pm
  • Updated:June 17, 2025 6:25 pm   

রঞ্জন মহাপাত্র, কাঁথি: জোয়ারের সময় তাজপুরের সমুদ্রের নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক। মৃত্যু নাবালকের। মুহূর্তে আনন্দে বদলে গেল শোকে! দুজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আরেক সঙ্গী। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তাজপুর সমুদ্র সৈকতে।

Advertisement

এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাজপুরে। উত্তাল ছিল সমুদ্রও। দুপুরে তাজপুর সৈকতে স্নান করতে নামে তিনজন পর্যটক- বারাসতের ১৬ বছরের সোহান হাসান, মধ্যগ্রামের ১৮ বছরের শেখ আনিশ ইসলাম এবং ২৩ বছরের নাসিমুল হক। জোয়ারের সময় উত্তাল সমুদ্রের স্রোতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তৎপর হয় পুলিশ ও নুলিয়ারা। তড়িঘড়ি উদ্ধার করা হয় নাসিমুল এবং সোহানকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নাবালক সোহানকে মৃত বলে ঘোষণা করেন। নাসিমুলের চিকিৎসা চলছে। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তৃতীয় পর্যটক আনিশের। সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও নুলিয়া বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজপুরে ঘুরতে এসেছিল তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে স্নানের সময় নির্ধারিত সতর্কতা মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনজন মদ্য়প ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ