অর্ণব দাস, বারাকপুর: চার মাসের মধ্যেই ফের বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার বদল হল। অজয়কুমার ঠাকুরকে কমিশনার পদ থেকে বদলি করা হল। তাঁর জায়গায় এবার দায়িত্বভার সামলাবেন মুরলী ধর। মুরলী ধর এই মুহূর্তে আইজিপি ট্রেনিংয়ে আছেন। তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারের পদে আনা হচ্ছে। অজয়কুমার ঠাকুরকে পাঠানো হচ্ছে সিআইডির ডিআইজি পদে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিভিন্ন সময় বারাকপুর লোকসভা এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকে বলে খবর। মাত্র চার মাসের মধ্যেই ফের পুলিশ কমিশনার বদল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল।
এর আগে বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন অলোক রাজোরিয়া। চলতি বছরের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বারাকপুর এলাকা। জানুয়ারি মাসের শেষের দিকে নৈহাটি এলাকায় দিনেদুপুরে ‘খুন’ হয়ে গিয়েছিলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বারাকপুরের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অলোক রাজোরিয়াকে। তাঁকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছিল। নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার নেন অজয়কুমার ঠাকুর। তিনি কারা বিভাগের আইজি পদে ছিলেন। ফেব্রুয়ারি মাস থেকেই কমিশনার হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন তিনি। কিন্তু চার মাসের মধ্যেই ফের এই পদে বদল হল। আজ, সোমবার বিকেলে এই রদবদলের খবর সামনে এসেছে।
উত্তর ২৪ পরগনার নৈহাটি, ভাটপাড়া, কাঁকিনাড়া-সহ একাধিক জায়গা মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মাঝেমধ্যেই সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ ওঠে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কাও থাকছে। পুলিশ-প্রশাসন আরও কড়া নজরদারি চালাবে। কোনও ফাঁকফোকর রাখা হবে না। সেই কথাও জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.