প্রতীকী ছবি
নন্দন দত্ত, সিউড়ি: টাকা দিলেই তৈরি হচ্ছে আধার কার্ড। বদলে যাচ্ছে নাম। গ্রাহক সেজে আধার কেন্দ্রে ঢুকে সব জেনে হানা দিল পুলিশ। ভুয়ো আধার কার্ড করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে নলহাটি থানার পুলিশ। বেশ কিছুদিন ধরেই তাদের উপর নজর রাখছিল নলহাটি থানা। বুধবার দুপুরে নলহাটি থানার পুলিশ বান্দখালা মোড়ে নাসরিন মোবাইল সেন্টারে হানা দেয়। তখনও চলছিল নকল আধার কার্ড বানানোর কাজ। প্রায় ৬ ঘন্টা তল্লাশি চালানোর পর বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নলহাটি থানায় নিয়ে যায়।
জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, বেশ কিছুদিন ধরে ওই সেন্টারের উপর আমাদের নজরদারি ছিল। বুধবার সেখান থেকে দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা সাব্বির হোসেন ও হাজিকুল মোল্লা। বছর তিরিশের সাব্বিরের বাড়ি বান্দখালা গ্রামে। হাজিকুল বীরভূমের পাইকর থানার বিশোড় গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
আগে বাড়িতে বসে আড়ালে আবডালে এই কাজ চালিয়ে যেত। আসতে আসতে সেই কাজে সাহস বেড়ে যায়। তারা তাই জনবহুল মোড়ের মধ্যে মাইকিং করে কাজ চালাতে থাকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা বেআইনি ভাবে আধার কার্ড করে দিত বলে অভিযোগ। আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে ৪০০ থেকে ৫০০ টাকা এবং নতুন ভাবে আধার কার্ড তৈরি করার জন্য এক থেকে দেড় হাজার করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
উল্লেখ্য, গত সপ্তাহে নলহাটি থানা এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মুজাহিদিন গোষ্ঠীর যোগ পেয়েছে। আধার নকলের সঙ্গে তাদের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার জানান, “আমরা সব দিক থেকে খতিয়ে দেখব। এদের সঙ্গে কোনও চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.