Advertisement
Advertisement
Uluberia

খুন নাকি অন্য কিছু? রাজস্থানে কাজে গিয়ে বাংলার যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

রাজস্থানে রেললাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Uluberia Youth found dead in Rajasthan

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:June 6, 2025 8:07 pm
  • Updated:June 6, 2025 8:07 pm   

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: রাজস্থানে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ার শ্যামপুরের এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃত বছর ছাব্বিশের ইসমাইল খাঁ। গত সোমবার রাজস্থানে রেললাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের লোকেদের অভিযোগ, খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শ্যামপুরে খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নোনাডাঙ্গি এলাকায়। বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিবারের পক্ষ থেকে পুনরায় ময়নাতদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে শ্যামপুর থানায় খুনের অভিযোগে দায়ের করা হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে ইসমাইল পাড়ার অন্যান্য কয়েকজনের সাথে পাথরের কাজ গিয়েছিল রাজস্থানের যোধপুরে। ঈদে উল আজহার উপলক্ষে তার বাড়ি আসার কথা ছিল। গত সোমবার সে বাড়িতে ফোন করে বাড়িতে আসার কথা জানিয়েছিল। তারপরেই ওই দিন রাতেই স্টেশনের ধারে তার দেহ উদ্ধার করে রেল পুলিশ। রেল পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয় দেহ উদ্ধারের কথা। মৃত যুবকের বাবা রহুল আমিন খাঁ জানান, ছেলের আসার কথা অথচ সোমবার খবর পেলাম ছেলের মৃত্যুর খবর। সে নাকি রাজস্থানে ট্রেনে কাটা পড়েছে। আমরা তা মানতে রাজি নয়। আমার ছেলেকে কেউ বা কারা খুন করেছে। আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই।

এদিকে, ট্রেনে কাটা পড়ে ইসমাইলের মারা যাওয়ার খবর পাওয়ার পর ইসমাইলের পরিবারের লোকেরা সে যাদের সঙ্গে গিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তাদের ফোনে আর পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাদের দুই আত্মীয় গুজরাটে ছিলেন। তারা গিয়ে ইসমাইলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। মৃতদেহ বৃহস্পতিবার বাড়িতে আসার পরেই বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করতে থাকে। শ্যামপুর থানার পুলিশ ওই এলাকায় পুলিশ পিকেট বসায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ