Advertisement
Advertisement
Birbhum

ছাত্রীকে অশ্লীল প্রস্তাব প্রধান শিক্ষকের, ভাইরাল অডিও ঘিরে উত্তাল নলহাটি

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রধান শিক্ষক।

Undue advances towards student, Nalhati Headmaster accused | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:July 31, 2023 8:38 pm
  • Updated:July 31, 2023 8:38 pm   

নন্দন দত্ত, সিউড়ি: এক ছাত্রীকে প্রধান শিক্ষকের অশ্লীল প্রস্তাব দেওয়ার ভাইরাল অডিও নিয়ে উত্তাল বীরভূমের নলহাটি দুই ব্লক। সোমবার সন্ধের দিকে স্থানীয় একটি রাজনৈতিক দলের গ্রুপে সেটি শেয়ার করা হয়।

Advertisement

অডিওটিতে শোনা যাচ্ছে, এক শিক্ষক তাঁর স্কুলের ছাত্রীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলছেন। ওই ব্লকের এক উচ্চমাধ্যমিকের স্কুলের প্রধান শিক্ষক তাঁর ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’। প্রসঙ্গত, ওই স্কুলে বছর দেড়েক আগে একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষকের নাচকে ঘিরে একটি ছবি ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হল ছাত্রীর সঙ্গে কথোপকথনের অডিও।

[আরও পড়ুন: এবার প্রতারণার অভিযোগ নুসরত জাহানের বিরুদ্ধে, বিজেপি নেতার সঙ্গে ইডির দ্বারস্থ ‘প্রতারিতরা’]

খবরটি কানে যেতেই প্রধান শিক্ষক ফোনে নলহাটি থানার সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, “আমি আমার স্কুলের প্রধান শিক্ষক হয়েছি। স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছি, সেটা অনেকেই মানতে চাইছে না। স্কুল সিসি ক্যামেরা দিয়ে ঘেরা। স্কুল গেটে দারোয়ান রাখা হয়েছে। তাই পরিকল্পিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে।”

এদিকে ভাইরাল অডিও হাতে পেতেই নলহাটি থানার পুলিশ ওই প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইলে কথা বলে। তাঁর ভয়েস রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের একটি অডিও ফের গ্রুপে শেয়ার করা হয়েছিল। যিনি শেয়ার করেছেন, তাঁকে পুলিশ চিহ্নিত করে পোস্টটি মুছে ফেলেছে। কিন্তু ততক্ষণে সারা নলহাটি দুই ব্লকজুড়ে সেটি ছড়িয়ে পড়ে। ব্লক প্রশাসনের দ্বারস্থ হন ওই শিক্ষক। তিনি বিডিওর কাছে দাবি করেন, তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে। এতে তাঁর কো-এড স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব পড়বে। তাঁর আরও অভিযোগ, তিনি তফসিলি জাতির বলে তাঁকে ঘুর পথে হেনস্তা করে স্কুল থেকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের শীর্ষকর্তারা জানান, “আমরা বিষয়টি নিয়ে সতর্ক। কোনও অশান্তি যাতে না হয়, সে জন্য চেষ্টা চালানো হচ্ছে।”

[আরও পড়ুন: রাঁচির রাস্তায় ভিনটেজ গাড়ির চালকের আসনে ধোনি! ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ