সংবাদ প্রতিদিন ব্যুরো: মনোনয়ন শেষ হয়েছে বৃহস্পতিবারই। তবে শুক্রবারও থমথমে ভাঙড় (Bhangar)। বাতাসে এখনও বারুদের গন্ধ। যে কোনও মুহূর্তে অশান্তির আশঙ্কায় ঘটনাস্থলে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এদিকে ভাঙড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা।
ভাঙড় রয়েছে ভাঙড়েই। গত কয়েকদিনে তা প্রমাণ হয়ে গিয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে রীতিমতো জ্বলেছে ভাঙড়। প্রাণ গিয়েছ। জখম হয়েছে বহু। এখনও বিভিন্ন জায়গায় পড়ে গাড়ির ভগ্নাংশ। শুক্রবার সকালেও আতঙ্কের ছাপ স্পষ্ট স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে। সকলেই শান্তি চান। তাঁদের কথায়, পুলিশ- প্রশাসন যদি পদক্ষেপ করতে না পারেন তাহলে আদালত আছে, সেখানে যাক। কিন্তু এভাবে অশান্তি চলতে পারে না। এই আতঙ্কের পরিবেশের মাঝেই শুক্রবার সকালে ভাঙড় থানার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা। মনোনয়নে অশান্তির জন্যই যে এই বোমা মজুত করা হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজভবন থেকে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাংলার মানুষকে বুঝতে পারছেন না রাজ্যপাল।”
প্রসঙ্গত, বৃহস্পতিবারের অশান্তিতে জখম ৪ জনকে গতকাল রাতেই আরজি হাসপাতালে ভরতি করা হয়েছিল। তাঁর মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। রাতেই তাঁকে ট্রমাকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.