ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: বাংলায় বর্ষা বিদায়ের পথ সুগম। তবে তার আগে রাজ্যের ৮ জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস। তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে বলেই খবর। দিন এবং রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। যদিও রবিবার থেকে বৃষ্টির তেমন সতর্কতা নেই।
বৃষ্টির ফলে তাপমাত্রার তেমন হেরফের হবে না। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।
এদিকে, রাজ্যে বর্ষা বিদায়ের পথে। জানা গিয়েছে, আগামী ১২ অক্টোবর উত্তরবঙ্গ এবং আগামী ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে। বলে রাখা ভালো, চলতি বছরের শুরু থেকেই হাঁকিয়ে ব্যাটিং করেছে বর্ষা। কখনও নিম্নচাপ, আবার কখনও মৌসুমী বায়ুর প্রভাবে দফায় দফায় বৃষ্টি হয়েছে। একাধিকবার প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। পুজোর মুখে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা। আর পুজো শেষের পরই গত সপ্তাহে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরের জেলাগুলি। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন পর্যটক এবং সাধারণ মানুষেরা। তবে বর্তমানে ভারী বৃষ্টির আর তেমন কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.