Advertisement
Advertisement
West Bengal Weather Update

ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গে! রথের দিনও ভিজবে কলকাতা?

দুই রাজ্যের মৎস্যজীবীদের ২৬ জুন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

West Bengal Weather Update: Rain may lash out in Bengal on Rath Yatra

সকাল থেকে বৃষ্টিস্নাত কলকাতা। নিজস্ব ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 26, 2025 10:48 am
  • Updated:June 26, 2025 2:22 pm  

নিরুফা খাতুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গে! বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সবমিলিয়ে গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখাও। যার জেরে আগামী তিনদিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। দুই রাজ্যের মৎস্যজীবীদের ২৬ জুন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামিকাল, শুক্রবার রথযাত্রা। আলিপুর আবহাওয়াদপ্তর বলছে, এদিন পশ্চিমবঙ্গের সব জেলায় মূলত মেঘলা আকাশ। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে সাত জেলা- পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

সপ্তাহান্ত এবং সোমবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দুই থেকে তিন জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে।

শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement