Advertisement
Advertisement

Breaking News

Alipurduar

ওয়েবসাইট খুললেই পাক পতাকা, হুমকি! আলিপুরদুয়ার জেলা পরিষদে হ্যাকিং-আতঙ্ক

সাইটে ভুল বানানে হুমকি, কাদের কাজ? খতিয়ে দেখছে জেলা পরিষদ।

Website of Alipurduar Zilla Parishad allegedly hacked by Pakistan
Published by: Sucheta Sengupta
  • Posted:October 10, 2025 10:32 pm
  • Updated:October 10, 2025 10:44 pm   

রাজকুমার, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা পরিষদের অন্দরে হ্যাকিং আতঙ্ক! শুক্রবার বিকেলে জেলা পরিষদের ওয়েবসাইট খুলে দেখা যায়, সেখানে হ্যাকিং অ্যালার্ট দেওয়া হয়েছে। ভেসে উঠছে পাকিস্তানের পতাকা এবং অজস্র ভুল বানানে হুমকি। তা দেখে প্রাথমিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা পরিষদ কার্যালয়। খবর দেওয়া হয় সভাধিপতি স্নিগ্ধা শৈবকে। তিনি কার্যালয়ে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। যে সংস্থা এই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করে তাদেরও জানানো হয়। শনিবার সকালের মধ্যে ওয়েবসাইট ঠিক করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। সভাধিপতি জানিয়েছেন, এখনও পর্যন্ত অপরাধের কোনও প্রমাণ মেলেনি। তাই পুলিশেও অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার বিভাগটি খোলার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাতে ভেসে উঠছে পাকিস্তানের পতাকা এবং ভুল বানানে হুমকি। তাতে বার্তা দেওয়া হয়েছে যে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার স্বপ্ন অধরাই থাকবে। কারণ, পাকিস্তান হ্যাকিংয়ের মাধ্যমে বারবার সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে, ত্রাস ছড়াবে, তথ্য চুরি করে নেবে। এটা যেন ভারতের মাথায় থাকে।

আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে পাকিস্তানের হয়ে হুমকি।

এই ঘটনায় স্বভাবতই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের ওয়েবসাইট পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে বলে রটে যায়। সংশ্লিষ্ট ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে বিষয়টি জানিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, “ওয়েবসাইট পাকিস্তান হ্যাক করেছে বলে বার্তা দেখা গিয়েছে। তবে এর ফলে আমাদের কোনও ক্ষতি হয়নি। অথবা কোনও অপরাধমূলক কিছু ঘটেছে বলেও প্রমাণ পাইনি এখনও। ওয়েবসাইটটি যারা দেখাশোনা করে, সেই সংস্থাকে বিষয়টি জানিয়েছি। তারা বলেছে, আগামিকাল (শনিবার) সকালে সব দেখে ঠিক করে দেবে।” তবে প্রশ্ন উঠছে, কারা এই কাজ করল? নাকি গোটাটাই ভুয়ো? এনিয়ে এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ