Advertisement
Advertisement

Breaking News

West Bengal records 1916 new covid cases

Coronavirus Update: কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

স্বাভাবিকভাবেই নিম্নমুখী পজিটিভিটি রেট।

West Bengal records 1916 new covid cases in last 24 hours । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:February 3, 2022 7:07 pm
  • Updated:February 3, 2022 7:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থতার পথে বাংলা। ফের কমল রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ। স্বাভাবিকভাবেই নিম্নমুখী পজিটিভিটি রেটও। সামান্য বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে সকলের। 

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১ হাজার ৯১৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। ২৭৭ জনের শরীরে মিলেছে ভাইরাস। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে দার্জিলিং। সেখানে সংক্রমিত ১৩৬ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ২ হাজার ১৬৯ জন করোনা আক্রান্ত। সংক্রমিতের সংখ্যা কমছে ঠিকই তবে মৃত্যু বাড়ছে প্রায় প্রতিদিনই। অ্যাকটিভ কেস ২১ হাজার ১৪৬। গত ২৪ ঘণ্টায় ভাইরাস প্রাণ কেড়েছে ৩৬ জনের। এখনও পর্যন্ত ভাইরাসে ২০ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলের।

[আরও পড়ুন: আরও রঙিন হবে কার্নিভ্যাল, একমাস ধরে দুর্গাপুজো সেলিব্রেশনের পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী]

করোনা পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের তুলনায় সুস্থতা অনেকটাই বেশি। দৈনিক ২ হাজার ৬১৪ জন করোনাকে হারিয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।

করোনা মোকাবিলায় টেস্ট এবং টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। যদিও তা বুধবারের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত ২ কোটি ৩৩ লক্ষ ৭৫ হাজার ১৪৫টি টেস্ট হয়েছে। পজিটিভিটি রেট ৩.৯৪ শতাংশ। এদিন মোট ২ লক্ষ ৭০ হাজার ১২৫ জন টিকা নিয়েছেন। ২৯ হাজার ৬২১ জন প্রথম ডোজ এবং বাকি ২ লক্ষ ৪ হাজার ৭৬০ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। করোনা সংক্রমণ কমলেও সবসময় সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ, সামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাই সবসময় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। 

[আরও পড়ুন: কোভিডের ধাক্কা সামলে অবশেষে তৈরি চন্দ্রযান-৩, কবে চাঁদে পাড়ি জানাল কেন্দ্র]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ