উদ্ধার করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে। নিজস্ব চিত্র
সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ভয়াবহ বাস দুর্ঘটনা ঝাড়গ্রামে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে। দুর্ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা যাত্রী। মৃতার নাম বাসন্তী মাহাতো, বাড়ি ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের গজাসিমুল এলাকায়। ঘটনায় চালক-সহ আরও ২৯ জন গুরুতর জখম বলে জানা গিয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, আজ, বুধবার সকালে ওই যাত্রীবাহী বাসটি গোপীবল্লভপুর থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। সকাল থেকেই বৃষ্টি চলছিল। ফলে রাস্তা ভিজে। গুপ্তমণি মন্দির এলাকার কিছু আগে এক মোটরবাইক বাসের সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়েছিলেন বাসের চালক। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারায়। কিছু দূর গিয়ে বাসটি রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়। সকালে বাসে যাত্রীসংখ্যাও বেশি ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এলাকার মানুষজনই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের একে একে বার করে আনা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ।
ঘটনাস্থলেই ওই মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। জখমদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জখম যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরে সাময়িক যানজট দেখা দিয়েছিল ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.