Advertisement
Advertisement

Breaking News

Noapara

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, হত্যার হুমকি! তদন্তে নেমে ‘র‌্যাকেটে’র সন্ধান পেল পুলিশ

আরও বহু তরুণীকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করেছে ওই ব্যক্তি, অভিযোগ তরুণীর।

Woman files complain at Noapara PS against the person who allegedly doing fraud in the name of love

আইনজীবীদের সঙ্গে অভিযোগকারিণী। নিজস্ব ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 29, 2025 4:05 pm
  • Updated:August 29, 2025 4:25 pm  

অর্ণব দাস, বারাকপুর: তিন বছর ধরে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। সেই সুবাদে কয়েক লক্ষ টাকা আদায়। তারপর বিয়ে করতে অস্বীকার এবং হত্যার হুমকি। এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এমনই একাধিক গুরুতর অভিযোগ নোয়াপাড়ার এক যুবতীর। আর তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল নোয়াপাড়া থানার পুলিশ। জানা যাচ্ছে, যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ, সে রীতিমত একটি ‘র‌্যাকেট’ চালায়। এনিয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্ত।

Advertisement

নোয়াপাড়া থানার অন্তর্গত মায়াপল্লির এক তরুণী জানিয়েছেন, তিন বছর ধরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রতন রাজবংশী নামে এক ব্যক্তির। অভিযোগ, সেই সুবাদে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে তাঁর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তরুণীর থেকে রতন কয়েকলক্ষ টাকা আদায় করেছেন বলেও অভিযোগ। পরিস্থিতি জটিল হয় এরপর থেকে। তরুণীর অভিযোগ, তিনি বিয়ের কথা বললে রতন তা অস্বীকার করে এবং বেশি জোর করলে প্রাণে মারার হুমকিও দেয়। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেলের চেষ্টাও করে। এসব দেখেশুনে আর স্থির থাকতে পারেননি তরুণী। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, তিনি একাই নন। রতনের এহেন প্রতারণার শিকার আরও অনেকেই। জানা যায়, তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে রীতিমতো ‘র‌্যাকেট’ চালায় রতন!

এরপর তিনি নোয়াপাড়া থানায় রতন রাজবংশীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। রতন প্রভাবশালী ব্যক্তি। তাই প্রাণনাশের আশঙ্কা করছেন অভিযোগকারিণী। তিনি চান, পুলিশ রতনকে গ্রেপ্তার করে কড়া শাস্তি দিক। তদন্তে নেমে রতন রাজবংশীকে খুঁজছে পুলিশ। এখনও তার সন্ধান মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement