Advertisement
Advertisement
Calcutta School of Tropical Medicine General Nurse Midwife

শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই রাজ্যের সরকারি হাসপাতালে নার্স নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি

কবে, কোথায় হবে ইন্টারভিউ?

General Nurse Midwife jobs in Calcutta School of Tropical Medicine ।Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 5, 2020 6:52 pm
  • Updated:November 5, 2020 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সিং ট্রেনিং করা রয়েছে? আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে জেনারেল নার্স মিডওয়াইফ (General Nurse Midwife) পদে ২ জনকে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ। তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

ইন্টারভিউয়ে যোগ দেওয়ার যোগ্যতা:
১. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আওতাধীন জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স করা থাকা আবশ্যক।
২. থ্যালাসেমিয়া রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রগণ্য।

বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা ইন্টারভিউ দিতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৬ হাজার ৮৬০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরি খুঁজছেন? সামনেই সুবর্ণ সুযোগ, আবেদন জানান দ্রুত]

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

ইন্টারভিউর দিনক্ষণ:
১১ নভেম্বর, ২০২০ তারিখ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নেওয়া হবে ইন্টারভিউ।

ইন্টারভিউর স্থান:
অফিস অফ দ্য ডিরেক্টর (ইন-চার্জ), ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিন (Calcutta School of Tropical Medicine), ১০৮, সি আর অ্যাভিনিউ, কলকাতা: ৭০০০৭৩।

ইন্টারভিউর দিন প্রার্থীকে সঙ্গে রাখতে হবে:
শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্য খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরে চাকরি করবেন নাকি? জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement