সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল অয়েল ইন্ডিয়া। শূন্যপদ মোট কতগুলি? কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ-৪৬
রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট- ৮
বেতন -২১, ৪৫০ টাকা
অ্যাসিস্ট্যান্ট মেকানিক-৩৮
বেতন -২১, ৪৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট- সরকারি বা সমতূল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যে কোনও ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ৪ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তিনটি শর্তপূরণ হলে তবেই আবেদন করতে পারবেন এই পদে। বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। এসসি, এসটি, এবিসিদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট মেকানিক- সরকারি বা সমতূল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যে কোনও ট্রেনে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
ওয়াক ইন ইন্টারভিউর তারিখ
রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে ওয়াক ইন ইন্টারভিউ হবে ১৬ ডিসেম্বর। যেতে হবে এই ঠিকানায়- 5th floor, OIL Human Resources Office, Duliajan।
অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদে পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর। পরীক্ষা হবে দুলিয়াজালান ক্লাব অডিটোরিয়াম, দুলিয়াজালানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.