Advertisement
Advertisement

Breaking News

RRB

রেলে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ কবে?

আবেদন করবেন কীভাবে?

RRB invited candidates for 2750 post

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 5, 2025 6:02 pm
  • Updated:October 5, 2025 6:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে চাকরির জন্য নিজেকে তৈরি করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ২৭০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আবেদন করবেন কীভাবে? শেষ তারিখ কবে? পদ্ধতিই বা কী? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।

Advertisement

শূন্যপদ -২৭৫০

পদের নাম
১. Junior Engineer (JE)
২. Depot Material Superintendent (DMS)
৩. Chemical & Metallurgical Assistant (CMA)

আবেদনকারীর যোগ্যতা- ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে স্নাতক উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স- আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর। সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

আবেদনের পদ্ধতি- রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখান থেকে বেছে নিন ‘Apply Online’ অপশন। এরপর আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। নিজের যাবতীয় নথি আপলোড করুন। সই ও ছবি স্ক্যান করে আপলোড করুন। এরপর ফি জমা করলেই কাজ শেষ।

নিয়োগের পদ্ধতি- প্রথমে কম্পিউটারে পরীক্ষা হবে। তাতে পাশ করলে নথি যাচাই। তারপর হবে শারীরিক পরীক্ষা।

আবেদনের শেষ তারিখ- ৩০ নভেম্বর, ২০২৫।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ