Advertisement
Advertisement

Breaking News

Mirza Ismat Farhad

খেলতে গিয়ে হাতে মারাত্মক চোট! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা ফাহিম?

অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Actor Mirza Ismat Farhad injured, admitted in hospital
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 9, 2025 10:19 am
  • Updated:July 9, 2025 10:19 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে গিয়ে হাতে মারাত্মক চোট। অস্ত্রোপচার হল টেলিতারকা ফাহিম মির্জার। নিজেই হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisement

কিন্তু ঠিক কী হয়েছিল অভিনেতার? জানা গিয়েছে, বরাবরই খেলাধুলো করতে ভালোবাসেন ফাহিম। খেলতে গিয়েই ডানহাতের পেশিতে আঘাত পান তিনি। প্রথমে বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেননি। ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। ওই ব্যথা নিয়ে শুটিংও করেন। তাতেই বাড়ে বিপদ। ফিজিওথেরাপি করতে গিয়ে বুঝতে পারেন সমস্যা গুরুতর। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ এমআরআই করান। তাতেই জানা যায় লিগামেন্টে চোট লেগেছে। এরপরই দক্ষিণ কলকাতার এই নার্সিংহোমে অস্ত্রোপচার হয় ফাহিমের। জানা গিয়েছে, গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। বর্তমানে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার রাতে ফাহিম নিজেই ফেসবুকে হাসপাতালের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে তিনি। হাতে ব্যান্ডেজ, ঝোলানো রয়েছে স্লিং ব্যাগ। সামনে খাবার। ওই পোস্টেই অভিনেতা লিখেছিলেন, “অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য।” স্বাভাবিকভাবেই অনুরাগীদের প্রশ্ন কবে ফের ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে? জানা যাচ্ছে, অতি শীঘ্রই কাজে ফিরবেন তিনি।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ