Advertisement
Advertisement
Dipanwita Rakshit

ছোটপর্দার পর ওয়েব সিরিজে! এবার ওটিটিতে ‘খুকুমণি হোম ডেলিভারি’র দীপান্বিতা, কোন ভূমিকায়?

দীর্ঘদিন পর ফের ক্যামেরার সামনে অভিনেত্রী।

Actress Dipanwita Rakshit casted in a web series
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2025 12:08 pm
  • Updated:June 24, 2025 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার পর এবার ওয়েব সিরিজি! নতুন অবতারে ধরা দিতে চলেছেন ‘খুকুমণি হোম ডেলিভারি’র দীপান্বিতা রক্ষিত। দীর্ঘদিন পর তাঁর পর্দায় ফেরার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। ওয়েব সিরিজে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অভিনেত্রীও।

Advertisement

Actress Dipanwita Rakshit casted in a web series

কোন ওয়েব সিরিজ? দীপান্বিতাকে দেখা যাবে ‘প্রফেসর সেনগুপ্ত’-তে। পরিচালকের আসনে রাজদীপ ঘোষ। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা জয় সেনগুপ্ত। জানা যাচ্ছে, পাহাড়ের মাঝে নিশ্চিন্ত ছিমছাম জীবনযাপন এক সাইকোলজির প্রফেসারের। মূল মহিলা চরিত্র তিন্নির (দীপান্বিতা) সঙ্গে তার দারুণ বোঝাপড়ার মাঝেই গল্পে জুড়ে যান এক ক্রাইম ব্রাঞ্চের অফিসার। এর নেপথ্যে একটা মৃত্যু। এই মৃত্যু সাধারণ দুর্ঘটনা নাকি খুন, তা নিয়ে এগিয়েছে গল্প। প্রতিমুহূর্তে রয়েছে রহস্যের পরত। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং। তবে কবে মুক্তি পাচ্ছে , তা এখনও জানা যায়নি।

Actress Dipanwita Rakshit casted in a web series

এবিষয়ে দীপান্বিতা জানিয়েছেন, “এটা আমার ডেবিউ। আমি ক্লিক-এর সঙ্গে কাজ করতে পেরে খুশি।” দীপান্বিতার কথায়, “সহ-অভিনেতারা সকলে খুব ভালো। প্রত্যেকের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে।” উল্লেখ্য, ২০২১ সালের পয়লা নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয় ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেন দীপান্বিতা। এটা ছিল তাঁর কেরিয়ারের দ্বিতীয় মেগা সিরিয়াল। তারপর দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। পরবর্তীতে খোলেন ফিটনেস স্টুডিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement