সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘স্কুপ’ (Scoop) নিয়ে আপত্তি ছোটা রাজনের। সিরিজে তার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এমন অভিযোগই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সে। সম্প্রচারে স্থগিতাদেশও চেয়েছিল। তবে লাভ বিশেষ হল না। ক্রাইম ড্রামা সিরিজে স্থগিতাদেশ রাজি নন বিচারপতি।
সাংবাদিক জোতির্ময় দে-র খুনের ঘটনা অবলম্বনে ‘স্কুপ’ সিরিজ তৈরি করেছেন পরিচালক হনসল মেহতা। জিগনা ভোরার লেখা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে লেখা হয়েছে চিত্রনাট্য। সিরিজে জিগনা অবলম্বনে তৈরি জাগ্রুতি পাঠকের চরিত্র। তাতে অভিনয় করেছেন করিশ্মা তান্না। আর সাংবাদিক জোতির্ময় দে অবলম্বনে তৈরি চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ।
তিহার জেলে বন্দি ছোটা রাজনের অভিযোগ, সিরিজে বাকি সমস্ত চরিত্রের কাল্পনিক নাম দেওয়া হয়েছে। কিন্তু তার আসল নাম এবং ছবি ব্যবহার করা হয়েছে। এতে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, মানহানি হয়েছে। সেই কারণে ১ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে রাজন। পাশাপাশি তার দাবি, সিরিজ থেকে পাওয়া অর্থ সমাজকল্যাণে ব্যয় করা হোক। এমনটা না হলে সিরিজের সম্প্রচার বন্ধ করে দেওয়ার আরজি গ্যাংস্টারের।
কিন্তু বম্বে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি এস জি ডিগে জানান, সিরিজের ছ’টি এপিসোড ইতিমধ্যেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। আর এখনই এই সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়। আগামী ৭ জুনের মধ্যে তিনি পরিচালক হনসল মেহতা এবং নেটফ্লিক্স এন্টারটেনমেন্ট সার্ভিস ইন্ডিয়ার পক্ষ থেকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.