সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচ বছর। এখনও বলিউডের অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল সুশান্ত সিং রাজপুত। এবার রুপোলি পর্দায় দেখা যাবে ধোনির বায়োপিকে অভিনয় করে সাড়া ফেলে দেওয়া সুশান্তের বায়োপিক! তেমনই দাবি করেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি। জানালেন তিনি কাজ করছেন সুশান্ত ও তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী প্রেমকাহিনি সেলুলয়েডে ফুটিয়ে তোলার চিত্রনাট্য নিয়ে।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বছরের আগস্ট মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাঁদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই। সেই থেকেই চর্চায় ছিল রিয়া-সুশান্তের প্রেম। সেই প্রেমকাহিনিই এবার পর্দায় ‘জীবন্ত’ করতে চাইছেন রুমি।
এক সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার এখনও মনে হয় সুশান্ত বুঝি আমার আশপাশেই রয়েছে। ওর সঙ্গটাই ছিল আনন্দে ভরা ও জীবনরসে পরিপূর্ণ। ও এতটাই ছটফটে ছিল বলার নয়। এক মিনিটও চুপ করে বসতে পারত না! ও সারাক্ষণ কথা বলত। রিয়া ওর পাশে পাশে হাঁটত, ওকে থামানোর চেষ্টা করত। সুশান্ত জীবিত থাকার সময় থেকেই আমার ইচ্ছে করত ওদের প্রেমকাহিনি নিয়ে সিনেমা করি। রিয়ার জন্য সুশান্তের প্রেম সাধারণ কোনও ভালোবাসা নয়। অন্যদিকে রিয়া সুশান্তের জন্য প্রাণও দিতে পারত।”
এবার সেই প্রেমকাহিনিই পর্দায় ফেরাতে উন্মুখ গোবিন্দা-ডেভিড ধাওয়ানের সুপারহিট সব ছবির গল্প রচয়িতা রুমি। কিন্তু পর্দায় সুশান্তের ভূমিকায় কাকে দেখা যাবে? রুমি জানাচ্ছেন ‘জিগরা’ ছবির বেদাঙ্গ রায়নাকেই তিনি চাইছেন প্রয়াত অভিনেতার ভূমিকায়। শেষপর্যন্ত এই ছবি হলে তা যে নতুন করে টিনসেল টাউনের সুশান্ত-প্রেমে জোয়ার আনবে তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.