Advertisement
Advertisement
Aamir Khan

‘বায়নাক্কার শেষ নেই’, শুটিং ফ্লোরে বলিউডের তারকাদের অত্যধিক চাহিদা নিয়ে মুখ খুললেন আমির

আমির বলেন, 'এই আচরণ অত্যন্ত লজ্জাজনক।'

Aamir Khan Calls Bollywood Stars ‘Shameful’, Reveals Many Ask For Gyms, Kitchens On Set
Published by: Arani Bhattacharya
  • Posted:September 14, 2025 2:32 pm
  • Updated:September 14, 2025 3:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে চাহিদার শেষ নেই, ‘যতই পায় ততই চায়’। আর তা শুধু আমজনতার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এবার সেই তালিকায় যোগ হলেন বলিউডের তারকারাও। কারণ তাঁদের শুটিং ফ্লোরে চাই জিম, লাইভ কিচেন থেকে আরও অনেক কিছু এবার সেই নিয়েই মুখ খুললেন আমির খান, বলেন ‘ এই আচরণ অত্যন্ত লজ্জাজনক।’

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্ট আমির খান এই নিয়ে মুখ খোলেন। নিজের অভিনয় কেরিয়ারের পুরনো দিনের কথা উল্লেখ করে আমির বলেন, “এই সময়ের তারকাদের চাহিদার শেষ নেই। কেন ছবি প্রযোজনা করা ছাড়া আরও কোনও বিষয় একজন প্রযোজক দেখবেন? তা তো দেখা তাঁর কাজ নয়। এমনকি ছবির অভিনেতার কোনও বাড়তি বিলের খরচ মেটানোর কথাও প্রযোজকের নয়। বলতে দ্বিধা নেই এখনকার তারকারা শুটিং ফ্লোরে এসে অনেক কিছুই দাবি করেন। তাঁদের শুটিং ফ্লোরে লাইভ কিচেন চাই, জিম চাই। আমনকি তাঁদের স্পট বয় থেকে গাড়ির চালকের টাকাও প্রযোজক মেটান। কিন্তু এটা হবে কেন? একজন তারকা যখন নিজে কোটি কোটি টাকা উপার্জন করছেন তখন তিনি কেন নিজের গাড়ির চালক বা স্পট বয়ের পারিশ্রমিক দিতে পারেন না এটা আমার প্রশ্ন।”

আমির আরও বলেন, “ছবির স্বার্থে ঠিক যে যে খরচ একজন প্রযোজককে বহন করতে হয় তা তিনি করবেন। তাতে অভিনেতার পোশাক, মেকআপ সমস্তটা অন্তর্ভুক্ত থাকে। কিন্তু গাড়ির চালক বা স্পট বয়ের জন্যই শুধু নয় বরং অভিনেতারা তাঁদের ব্যক্তিগত রাঁধুনি, তাঁদের ট্রেনারদের পারিশ্রমিকও মেটান। এমনকি আজকাল শুটিং ফ্লোরে স্টারেরা লাইভ কিচেন, জিম এসব কিছুর চাহিদাও রাখেন। এসব কিছুর খরচ বহন করার দায়ভার একজন প্রযোজকের উপর চাপিয়ে দেওয়া মানে অনেক বাড়তি খরচ চাপানো। যা একটা ফিল্ম ইণ্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্থ করে। এইভাবে চলতে থাকলে ছবির স্বার্থি ক্ষুণ্ণ হবে অন্যকিছু নয়। আমার কাছে এগুলো ভীষণ অবাক করা বিষয়। একইসঙ্গে এটি অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমি আজও নিজে যখন কোনও শুটিংয়ে আউটডোরে যাই তখন আমার পরিবারকে নিয়ে গেলে আমি নিজে সেই খরচ বহন করি। কখনই প্রযোজকের উপর তা চাপিয়ে দিই না। এখনকার তারকারা এগুলি করে সুযোগের অসদব্যবহার করছেন। একইসঙ্গে নিজেদের ফিল্মি কেরিয়ারকেও ক্ষতিগ্রস্থ করছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ