Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

‘মহাভারত আমার রক্তে’, আগস্ট থেকেই শুটিং শুরু আমির খানের, কাস্টিংয়ে কারা?

আমিরের কেরিয়ারের বড় চমক!

Aamir Khan confirms to begin work on Mahabharat from August

ছবি ফাইল

Published by: Sandipta Bhanja
  • Posted:July 9, 2025 7:47 pm
  • Updated:July 9, 2025 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মহাভারত’কে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন আমির খান, সেকথা আগেই জানিয়েছিলেন। বিগত দেড় দশক ধরে এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর ‘মহাভারত’ (Mahabharata) তৈরি করার স্পর্ধা দেখাননি আমির। উপরন্তু লাগাতার ফ্লপের ফাঁড়া লেগেই রয়েছে তাঁর জীবনে! সেই ‘অভিশপ্ত কেরিয়ার’-এর মোড় ঘোরাতেই কি মহাভারতে মন দিয়েছেন তিনি? অভিনেতার ঘোষণার পর থেকেই কৌতূহল সর্বত্র। তবে সেই উত্তর অধরা থাকলেও এবার আমির খান জানিয়ে দিলেন কবে থেকে তিনি মহাভারত-এর শুটিং শুরু করছেন।

Advertisement

সম্প্রতি এক বলিউড মাধ্যমের সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, “চলতি বছরের আগস্ট মাস থেকে কাজ শুরু করার ইচ্ছে রয়েছে। তবে একাধিক সিরিজে এই সিনেমা তৈরি করব। সেটা পর পর রিলিজ করবে। কারণ একছবিতে মহাভারতের মতো প্রকাণ্ড মহাকাব্যকে তুলে ধরা সম্ভব নয়। আর জানেন, মহাভারত কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। আর সেই গল্পটা আমার রক্তে রয়েছে। তাই এই গল্পটা আমাকে বলতেই হবে। তাই খুব শিগগিরিই কাজটা শুরু করে দিতে চাই।” এদিকে আমির খান যখন পিরিয়ড ড্রামা তৈরি করছেন, তখন কাস্টিং নিয়ে যে দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা একটা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। এপ্রসঙ্গে জিজ্ঞেস করতেই মিস্টার পারফেকশনিস্ট জানালেন, “ইন্ডাস্ট্রির কোনও ডাকসাইটে পরিচিত মুখকে কাস্ট করার কোনও পরিকল্পনা আমার আপাতত নেই। আমার কাছে চরিত্রগুলোই আসল তারকা। তাই আমি অপরিচিত মুখই চাইছি। আমার ভাবনায় দর্শকরা পুরোপুরি নতুন একটা কাস্টিং টিম দেখতে পাবেন।”

Aamir Khan turns up the heat as Dahaa in Coolie

গত মাসেই এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে আমির জানিয়েছিলেন, “আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা?” অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই পোক্ত চরিত্র নিয়ে ধন্দে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন? সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গিয়েছে যে, আমির খানের মহাভারত-এ একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! ভীষ্মের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলসা করেননি আমির খান। তবে এবার তিনি জানিয়ে দিলেন যে, বলিউডের কোনও পরিচিত ডাকসাইটে মুখকে মহাভারত-এ কাস্ট করবেন না তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement