সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, হাতের লক্ষ্মী পায়ে ঠ্যালা। ‘সিতারে জমিন পর’ ছবি মুক্তির আগে যেন সে দশাই হল আমির খানের। শোনা যাচ্ছে, ১২০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন তিনি। সিনে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে মুক্তির আগে নাকি লোকসানই করে বসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘লাল সিং চাড্ডা’। এবার ‘সিতারে জমিন পর’ নিয়ে আশাবাদী আমির। আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরাও। তবে এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শিরোনামে আমির খান। যে অভিনেতার ‘সুপারহিট প্রত্যাবর্তনের’ অপেক্ষায় আশায় বুক বেঁধেছিল অনুরাগীকুল, এবার তাঁর সিনেমা মুক্তির আগেই বেঁকে বসে নেটপাড়ার একাংশ! কারও কাছে ভারত-পাক সংঘাতের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তুরস্কে ‘লাল সিং চাড্ডা’র শুটিং। আবার কারও ক্ষোভ দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান করা নিয়ে। কারণ ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা আগে দেশের সেনাবাহিনী, প্রধানমন্ত্রীকে একযোগে স্যালুট করেছিলেন আমির। অনেকের কাছেই, এই জয়গান ‘দেখনদারি’ মনে হয়েছে। আবার কারও অভিযোগ, ‘সিতারে জমিন পর’ ছবিটির গল্প হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ থেকে চুরি করা। একাধিক কারণে বিতর্কের শিরোনামে আমির খান।
ওই ছবিটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। যদিও বলিউড সূত্রের খবর, ছবির স্বত্ত্ব নাকি আমাজন প্রাইম কিনতে চেয়েছিল। তার বিনিময়ে ১২০ কোটি টাকা দিতে চেয়েছিল ওই সংস্থা। তবে তাতে নাকি রাজি হননি আমির। ফের চাঙ্গা হবে বি-টাউন, এই আশায় প্রেক্ষাগৃহে মুক্তি চান অভিনেতা। ‘সিতারে জমিন পর’ সকলের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.