সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে একশো কোটির ক্লাবে ‘সিতারে জমিন পর’। অনেক পণ্ডিতকে ভুল প্রমাণ করে বক্স অফিসে সফল হয়েছে ছবিটি। আর তারপরই সংবাদমাধ্যমে মুখ খুললেন আমির খান। কথা বললেন সিনেমার ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি স্মৃতিচারণ করলেন তিনি যখন ছবি করতে এলেন, তখন সিনেমার ব্যবসা ঠিক কেমন ছিল তা নিয়েও।
আমিরকে বলতে শোনা গিয়েছে, ”আমার মতে, আমি যখন প্রথম আসি সেই সময়ের থেকে আমাদের সিনেমা এবং সিনেমার প্রদর্শনের বিষয়টি অনেক বদলে গিয়েছে। আমি যখন আসি তখন কেবলই সিঙ্গল স্ক্রিন ছিল। দিনে চারটে করে শো হত। এরপর মাল্টিপ্লেক্স আসতে শুরু করল। আজ মাল্টিপ্লেক্সই বেশি, সিঙ্গল স্ক্রিন হাতে গোনা। তাই এখন আমরা মাল্টিপ্লেক্সেই বেশি যাচ্ছি।”
বলিউডের অন্যতম মহাতারকার মতে, সিঙ্গল স্ক্রিনে টিকিটের দাম কম ছিল। তাই আমজনতা সহজেই সিনেমা হলে যেতে পারত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমির বলছেন, ”একসময় সিনেমাকে মাস মিডিয়াম বলা হত। আর সেটার কারণ ছিল। কেননা মাস মানে আমজনতা সহজেই টিকিট কেটে হলে ঢুকে পড়তে পারত। কিন্তু আজ তাঁদের সকলের পক্ষে হলে যাওয়া কঠিন, যদি না সেটা সিঙ্গল স্ক্রিন হয়।”
প্রসঙ্গত, সদ্য ১০০ কোটির ক্লাবে পা রেখেছে আমিরের ‘সিতারে জমিন পর’। মুক্তির দিন বিরাট ব্যবসা না হলেও তার পরের দু’দিন অর্থাৎ প্রথম সপ্তাহান্তে দারুণ সাফল্য এসেছিল। দ্বিতীয় সপ্তাহে টিকিট বিক্রি কমলেও ছবি সম্পর্কে লোকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ার কারণেই একটা ন্যূনতম টিকিট ঠিকই বিক্রি হচ্ছিল। দ্বিতীয় সপ্তাহান্তের শুরুতে গতকাল, শনিবার ছবিটি মোটামুটি ১২ কোটির উপরে ব্যবসা করায় দেশীয় বক্স অফিসে একশো কোটি পেরিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে রবিবারও ছবিটি ভালোই ব্যবসা করবে। মোটামুটি ৯০ কোটির এই ছবিটি ইতিমধ্যেই ‘হিট’ হয়ে এগিয়ে চলেছে সুপারহিট হওয়ার দিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.