Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

প্রচার বড় বালাই! ‘সিতারে জমিন পর’-এর জন্য আইপিএলে ভোজপুরীতে ধারাভাষ্য আমিরের

২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Aamir Khan promoted his film by bhojpuri commentry

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 4, 2025 11:37 am
  • Updated:June 4, 2025 1:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রচারে কোনও ত্রুটি রাখছেন না আমির খান (Aamir Khan)। সবরকমভাবে এই ছবির প্রচার করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে আইপিএলের ফাইনালে ভোজপুরী ধারাভাষ্যের মাধ্যমেই নিজের নতুন ছবির প্রচার করলেন অভিনেতা। এর আগে বিভিন্ন ছবিতে ভোজপুরীতে সংলাপ বলতে শোনা গিয়েছে তাঁকে। এবার ভোজপুরীতে ম্যাচের ‘আঁখো দেখা হাল’ শুনিয়ে অনুরাগীদের মন জিতে নিলেন আমির।

Advertisement

মুক্তির আগে থেকেই ‘সিতারে জমিন পর’ জড়িয়েছে নানা বিতর্কে। দর্শকের রোষের মুখে পড়েছে এই ছবি। বিশেষ ভাবে সক্ষমদের নিয়েই তৈরি হয়েছে ছবিটি। আর তার ট্রেলার দেখার পর থেকেই এক অসন্তোষ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমির (Aamir Khan) বুঝিয়ে দিচ্ছেন ছবি হিট করাতে তিনি বদ্ধপরিকর।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘তারে জমিন পর’। সেই ছবিরই সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। এই ছবির পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শঙ্কর, এহসান, লয়। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ