Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

‘ভুল করে’ গৌরীর সঙ্গে দেখা! প্রেমে সিলমোহর দেওয়ার পরেও কেন একথা বললেন আমির?

বিচ্ছেদের পরেও কিরণ ও গৌরীর সঙ্গে মধুর সম্পর্ক আমিরের।

Aamir Khan says he met girlfriend Gauri Spratt ‘by mistake’
Published by: Sayani Sen
  • Posted:June 1, 2025 8:40 pm
  • Updated:June 1, 2025 8:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র মাসদুয়েক আগে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। একসঙ্গে প্রায় সর্বত্র দেখাও যায় তাঁদের। সদ্য মন দেওয়া গৌরীর সঙ্গে নাকি ‘ভুল করে’ দেখা এবং প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন আমির। বিচ্ছেদ হলেও রীনা এবং কিরণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে একচুল দূরত্বও তৈরি হয়নি বলেই স্পষ্ট করেন অভিনেতা।

Advertisement

আমির বলেন, “গৌরীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি ভাবতাম অনেক বয়স হয়ে গিয়েছে। এই বয়সে আর কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আমি থেরাপি শুরু হয়। আমি বুঝলাম প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে সুস্থ থাকতে হবে। সুতরাং সেই কাজ শুরু করলাম। কিরণ এবং রীনার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। এখনও আছে। আমরা একে অপরকে খুবই সম্মান করি। আমি ভাবতেও পারি কারও সঙ্গে দেখা হবে। এবং সম্পর্ক তৈরি হবে।”

কীভাবে গৌরীর সঙ্গে মন দেওয়া নেওয়া হল, সে বিষয়ে আমির বলেন, “গৌরী এবং আমার ভুল করেই যেন দেখা হয়েছিল। আমাদের বন্ধুত্ব তৈরি হল। আর তারপর প্রেমে পড়লাম। আমি ভেবেছিলাম আমার মা, ভাইবোন, সন্তান রয়েছে। তাই আর কোনও বিশেষ মানুষের প্রয়োজন নেই। কিরণ, রীনা এবং আমি এখনও পানি ফাউন্ডেশনে একসঙ্গে কাজ করি। কথা বলি প্রতিদিন। আমাদের মধ্যে পরিবার হিসাবে সত্যি এখনও ভালোবাসা, আবেগ রয়েছে। আমরা আর এখন স্বামী, স্ত্রী নই। কিন্তু পরিবার। ওঁরা আমার পরিবার এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ।”

বিশেষত কিরণের কথা উল্লেখ করে আমির আরও বলেন, “বিচ্ছেদের পরেও আমি এবং কিরণ দু’জনের খুবই কাছাকাছি রয়েছি। আমার মনে আছে আইনত বিচ্ছেদের পরেও আমরা লাদাখে ‘লাল সিং চাড্ডা’র শুটিং করেছি। সেখানে গ্রামে একটি নিমন্ত্রণ রক্ষা করেছি একসঙ্গে। নেচেছি দু’জনে। ওই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে তা নিয়ে নানা প্রশ্নও করেন। ওঁ আমাকে ‘লাল সিং চাড্ডা’র সময় খুব সমর্থন করেছে। আর আমি ‘লাপাতা লেডিজ’-এর সময় ওঁর পাশে থেকেছি।” বলে রাখা ভালো, আমির ও তাঁর প্রাক্তন দুই স্ত্রীর বন্ধুত্বের বিষয়ে সকলেরই জানা। এমনকী গৌরীকেও মেনে নিয়েছেন সকলে। নতুন সদস্যও নাকি বেশ সকলের সঙ্গে মিশে গিয়েছেন বলেই শোনা যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ