Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan Shoaib Akhtar

‘পাকিস্তানের ক্ষমতা নেই…’, নাম বিভ্রাটের শিকার হয়ে শোয়েব আখতারকে ‘দুরমুশ’ অভিষেক বচ্চনের

ফাইনালের আগেই পাকিস্তানকে চরম কটাক্ষ জুনিয়র বচ্চনের! কী বললেন?

Abhishek Bachchan brutally roasts Pak team after Shoaib Akhtar mistakes
Published by: Sandipta Bhanja
  • Posted:September 27, 2025 10:31 am
  • Updated:September 27, 2025 10:31 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একচল্লিশ বছর পর ফাইনালে সম্মুখ সমরে ভারত-পাকিস্তান। ইতিমধ্যেই চলতি এশিয়া কাপে দু’বার পাকিস্তানকে ধরাশায়ী করেছে ভারত। আর এই দুই জয়ের নেপথ্যের অবশ্য অভিষেক শর্মা রয়েছেন। রবিবার চূড়ান্ত ম্যাচের প্রাক্কালে তাই অভিষেকের নামেই ‘ভূত দেখছে’ পাক ক্রিকেট সমর্থকরা! পরিস্থিতি এমন পর্যায়ে যে, এক চ্যাট শোয়ে ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় খোদ শোয়েব আখতার ‘শর্মা’র পরিবর্তে ভুলবশত ‘অভিষেক বচ্চন’ বলে বসেন। প্যানেলের বাকি ব্যক্তিত্বরাও প্রাক্তন পাক পেসারের কথায় হেসে ফেলেন। আর সেই পর্বের ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হতেই পালটা শোয়েবকে বিদ্রুপ অভিষেক বচ্চনের।

Advertisement

সংশ্লিষ্ট চ্যাট শোয়ে শোয়েব বলতে চেয়েছিলেন, অভিষেক শর্মাকে আউট করার ব্যাপারে মনোযোগী হতে হবে পাকিস্তানকে। কেন? ব্যখ্যা করতে গিয়ে আখতার বলেন, “আমার কথা মনে রেখো, অভিষেক বচ্চন (শর্মা) যদি প্রথম দুই ওভারে আউট হয়ে যায়, তাহলে ওরা সমস্যায় পড়বে। সেই কারণে অভিষেকের দুর্বলতা খুঁজে বল করা দরকার। ব্যাপারটা এমন নয় যে, অভিষেক বল ভুল করবে না। ও ভুল করবেই।…” অভিষেকের ভয়ে কাঁটা পাক ক্রিকেট দলকে তাই তক্কে তক্কে থাকার পরামর্শ দিচ্ছিলেন শোয়েব। আর সেটা করতে গিয়েই টেনে আনলেন জুনিয়র বচ্চনকে। যদিও ভুলবশত তিনি ওই মন্তব্য করেন, তবে ছেড়ে দেওয়ার পাত্র নন বচ্চনপুত্রও। তাঁর সিনেমার পারফরম্যান্স নিয়ে কটাক্ষ-সমালোচনার মাঝে চুপ থাকলেও, দেশের ক্রিকেট টিমের পারফরম্যান্স নিয়ে কথা উঠতেই চুপ করে থাকতে পারলেন না তিনি। শোয়েবের উদ্দেশে রে-রে করে উঠলেন জুনিয়র বচ্চন।

এক হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে অভিষেকের মন্তব্য, “যথেষ্ট সম্মানের সাথেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়।” বচ্চনপুত্রর এহেন মন্তব্যে নেটভুবনে হাসির রোল। ফাইনালের আগে পাকিস্তানকে একহাত নেওয়ায় আবার অনেকে অভিনেতাকে বাহবাও দিচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ