Advertisement
Advertisement

Breaking News

Sharman Joshi-Gourab Roy Chowdhury

‘শরমন যোশীর সঙ্গে অভিনয়ের সুযোগ পরমপ্রাপ্তি’,কোন ছবিতে দেখা যাবে গৌরবকে?

কবে থেকে শুরু হবে শুটিং?

actor Ggourab Roy Chowdhury will share screen with sharman joshi
Published by: Arani Bhattacharya
  • Posted:July 31, 2025 4:23 pm
  • Updated:August 1, 2025 4:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ, ২০২১ সালে বড় পর্দায় অভিষেক ঘটেছিল অভিনেতা গৌরব রায়চৌধুরীর। বড় পর্দায় ‘একান্নবর্তী’ ছবিতে সৌরসেনী মৈত্রের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন দর্শকের। ছবির পাশাপাশি ফের ছোট পর্দাতেও তারপর তিনি কাজ করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে জি বাংলার ‘পুবের ময়না’ ধারাবাহিকে। সেই ধারাবাহিক শেষ হওয়ার প্রায় চার মাসের মাথায় ফের বড় পর্দায় অভিনয় করতে চলেছেন গৌরব রায়চৌধুরী। ছবির নাম ‘ভালোবাসার মরশুম’। এম এন রাজের পরিচালনায় এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন গৌরব। বৃহস্পতিবার হয়ে গেল ছবির শুভ মহরৎ। অভিনেতা গৌরবের নতুন ছবি নিয়ে কথা বলতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

Advertisement

এদিন নতুন কাজ নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে গৌরব বলেন, “এই ছবিতে অভিনয় করার বিষয়ে আমি খুবই উৎসাহী। আমার জন্য এই ছবি একটা বড় সুযোগ। দর্শক এই ছবি দেখলে ভীষণ আনন্দ পাবেন। ছবিতে স্বনামধন্য অভিনেতা শরমন যোশীর সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। ছবিতে সুস্মিতাও রয়েছে। এখানে আমার চরিত্রের অভিনয় করার সুযোগ রয়েছে অনেক। এঁর আগে ‘একন্নবর্তী’তে দর্শক আমাকে একভাবে পেয়েছে। সেই ছবি সকলের মনে আজও গেঁথে রয়েছে। সৌরসেনী ও আমার রসায়ন যেভাবে সবার মনে দাগ কেটেছিল তা সত্যিই উল্লেখ্য। আশা রাখব এই ছবিও সকলের মনে একইভাবে দাগ কাটবে। ‘ভালোবাসার মরসুম’ ত্রিকোণ প্রেমের গল্প। পুরোদস্তুর এই ছবি যে দর্শকের মনে ছাপ ফেলবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, শরমন স্যরের থেকে আমি অনেক কিছু শিখতে পারব এই ছবিটা করতে গিয়ে। ছবির চিত্রনাট্যও ভীষণ ভালো। আমি কাজ শুরু করার আগে নিজেকে প্রস্তুত করতে অনেকটা সময় নিই এমনিতেও। সামনেই ওয়ার্কশপ রয়েছে। সঙ্গে প্রচুর পড়াশোনাও করতে হবে। তাই নিজেকে এখন সেভাবেই সময় দিচ্ছি। এই ছবিতে অভিনয় করার জন্য। আগামী ডিসেম্বরেই শুটিং শুরু হবে।”

অভিনেতা আরও বলেন, “আমার অভিনয় জীবনে এটা একটা বড় সুযোগ। আমার দর্শকের ভালোবাসাই আমাকে এতটা পথ এগিয়ে দিয়েছে। বাকিটাও তাঁরাই বলবে। এই মুহূর্তে ছবির আউটডোর শুটিংয়ের প্ল্যানিং চলছে। সবটা ঠিক হলেই শুটিং নির্দিষ্ট সময়ে শুরু হবে।” ছোট পর্দায় কবে আবার দেখা যাবে গৌরবকে? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “আমি একইসঙ্গে অনেকগুলো কাজ করি না। আমি যখন যে ছবি বা ধারাবাহিকে অভিনয় করি আমি সেটাতেই মন দিয়ে কাজ করি। এখন এই ছবিটাতেও তাই করব। নিজের একশো শতাংশ দিয়ে কাজ করব। তবে ছোট পর্দাতেও ফিরব খুব তাড়াতাড়ি।” শরমন যোশী, সুস্মিতা চট্টোপাধ্যায় ও গৌরব রায়চৌধুরীর পাশাপাশি এই ছবিতে নাকি দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশাকেও। যদিও এই নিয়ে এখনও ছবির টিমের তরফে কিছুই খোলসা করা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ