সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইনিংস শুরুর আগেই একের পর একে বিপদে থলপতি বিজয়। সদ্য কারুরের মিছিলে পদপিষ্ট কাণ্ডের জেরে আদালতে ‘মুখ পুড়েছে’ নেতা-অভিনেতার! বিরোধী শিবিরও ছেড়ে কথা বলেনি দক্ষিণী সুপারস্টারকে। এমন আবহেই বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণী তারকার বাড়িতে বোমাতঙ্ক। ই-মেইল মারফৎ বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেলেন থলপতি বিজয়।
হুমকি মেইলে বোমা ফেলে নেতা-অভিনেতার নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার উল্লেখ রয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, সেই বাড়িতেই বোমা রাখা রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ‘বম্ব স্কোয়াড’। তবে গোটা বাংলোজুড়ে খানাতল্লাশি চালিয়েও কোনও বোমা পাওয়া যায়নি। এদিকে বোমাতঙ্কের পরই ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ দলনেতার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে তামিলনাড়ু পুলিশ। বাড়ির বাইরেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। যদিও বিজয় নতুন নন, সম্প্রতি দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকা বোমা হুমকি পেয়েছিলেন। সেই তালিকায় নয়নতারা, তৃষার মতো তাবড় অভিনেত্রীদের নামও রয়েছে। যদিও সকলেই সুরক্ষিত রয়েছেন তবে বিজয় থলপতির ক্ষেত্রে একাংশ আবার পদপিষ্টকাণ্ডের প্রসঙ্গ টেনেছেন।
গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা থলপতি বিজয়ের রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। আহতের সংখ্যা শতাধিক। সংশ্লিষ্ট ঘটনায় গত শনিবার মাদ্রাজ হাই কোর্টে দক্ষিণী সুপারস্টারকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ভর্ৎসনাও করা হয়। এদিকে পদপিষ্টকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ বিজেপি। অভিনেতাকে তোপ দেগে গেরুয়া শিবিরের একাংশ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আঁচ পাওয়ার অভিযোগও তুলেছে। লাগাতার কটাক্ষের মুখে পড়ে সম্প্রতি কারুরের ‘অভিশপ্ত’ মিছিলে নিহতদের পরিবারকে ভিডিও কল করে কথা বলেন বিজয় থলপতি। আর্থিক সাহায্যের পাশাপাশি পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। সেই জন্যই থলপতিকে হুমকি দেওয়া হল না তো? উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.