Advertisement
Advertisement

Breaking News

Dipika Kakar

ক্যানসারে আক্রান্ত দীপিকা, কোলে দুধের শিশু, ‘আমার জন্য প্রার্থনা করুন’, কাতর আর্তি অভিনেত্রীর

মারণরোগের দ্বিতীয় ধাপ হলেও দমে যাওয়ার পাত্রী নন অভিনেত্রী।

Actor Shoaib Ibrahim confident of Dipika's cancer recovery
Published by: Sandipta Bhanja
  • Posted:May 28, 2025 8:37 pm
  • Updated:May 28, 2025 8:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ সিরিয়ালের সুবাদেই দর্শকের অন্দরমহলের প্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। সম্প্রতি যকৃতে টিউমার ধরা পড়ার খবর দিয়েছিলেন। সেইসময়েই অভিনেত্রী জানান, চিকিৎসকদের পরামর্শমাফিক অস্ত্রোপচার করাতে হবে। তবে তখনও কল্পনা করতে পারেননি যে, অচিরেই তাঁর জীবনে নেমে আসবে মারণরোগের খাঁড়া! মঙ্গলবার রাতে দীপিকা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। কর্কটরোগের দ্বিতীয় ধাপ। কোলে দুধের শিশু। স্বাভাবিকভাবেই এহেন দুঃসংবাদে অভিনেত্রীর পরিবারে যেন বাজ পড়ে!

Advertisement

অভিনয়ের পাশাপাশি দীপিকা কক্কর ভ্লগও করেন। নেটপ্রভাবী হিসেবেও তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসের পর কাশ্মীরের ভ্লগ প্রকাশ্যে আনার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন। শুনতে হয়েছিল নেটপাড়ার কটুকথাও। সেই রেশ থামতে না থামতেই দীপিকার জীবনে বড় ঝড়! মঙ্গলবার রাতে ইউটিউব ভিডিওর পাশাপাশি এক হৃদয়বিদারক পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানান, তাঁর যকৃতে ক্যানসার ধরা পড়েছে। এই খবরে তাঁর স্বামী তথা জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিম তো বটেই, পাশাপাশি পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন। সবথেকে বেশি প্রভাব পড়েছে দীপিকার দুধের শিশু রুহানের উপর। যার বয়স মোটে এক বছর। তবে মারণরোগের দ্বিতীয় ধাপ হলেও দমে যাওয়ার পাত্রী নন দীপিকা কক্কর। বরং এই কঠিন সময়ে মন শক্ত রেখেছেন। স্বামী শোয়েবও অভিনেত্রীর সেরে ওঠা নিয়ে ইতিবাচক।

অভিনেত্রী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়ায় তাঁরা আশাবাদী। এই কঠিন সময়ে শোয়েব এবং তিনি একে-অপরের হাত ধরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। চলতি সপ্তাহেই টিউমার অপারেশন করার কথা ছিল দীপিকার। তবে জ্বর কিছুতেই না কমায় সেই অস্ত্রোপচার আপাতত স্থগিত রাখা হয়েছে। টেলিঅভিনেত্রীর কথায়, “ক্যানসার শব্দটাই ভীষণ ভয়ঙ্কর। রোগী তো বটেই, পাশাপাশি আক্রান্তের পরিবারের ক্ষেত্রেও খুব উদ্বেগজনক। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আমার শরীরে যেহেতু খুব প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়েছে, তাই এক্ষেত্রে চিকিৎসার সুযোগ রয়েছে। আর খুব সহজেই সেরে যাবে বলে আমরা আশাবাদী। আমরা মন শক্ত রাখার চেষ্টা করছি।” সকলে যেন তাঁদের জন্য প্রার্থনা করেন, সেই আর্জিও জানিয়েছেন দীপিকা কক্কর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ