সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছোটপর্দার খলনায়িকা ‘মিশকা’। ওরফে অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে অভিনয় করে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় বিগত কয়েক মাস ধরেই লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে বিরতিতে অহনা। তবে তাতেও মিশকার জনপ্রিয়তায় কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। কারণ, নিত্যদিন নিজের প্রেগন্যান্সি পর্ব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অবশেষে অপেক্ষার অবসান। অহনার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান।
অহনা অবশ্য আগেভাগেই আন্দাজ করেছিলেন যে, তিনি কন্যাসন্তানের মা হতে চলেছেন। সেই মনোস্কামনাই যেন পূর্ণ হল অভিনেত্রীর। পবিত্র শ্রাবণ মাসের সোমবার অহনা-দীপঙ্করের সংসার আলো করে এল লক্ষ্মী, তেমনটাই মত ঘনিষ্ঠদের। মাত্র একুশ বছর বয়সেই মা হলেন অহনা দত্ত। মেয়ে হওয়ার খবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রীর স্বামী দীপঙ্কর রায়। শুধু লিখেছেন ‘মা’। সেই পোস্টেই শুভেচ্ছা বার্তার জোয়ার।
প্রসঙ্গত, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্যাতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তবে তাঁর বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। মা চাঁদনী গাঙ্গুলির অমতেই রূপটান শিল্পী দীপঙ্করকে বিয়ে করেন অহনা দত্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.