সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। তবে খুব কম সময়েই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয় অভিনেত্রীর! বছর তিনেক আগে থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় রিমঝিমের। তার পর বছর দেড়েক আগে তৃণমূলের মঞ্চে একদা বিজেপি কর্মী-সমর্থকদের দেখে অনেকেরই ভ্রুযুহল আন্দোলিত হয়েছিল। সোমবার একুশের শহীদ স্মরণসভাতেও দেখা যায় অভিনেত্রীকে। এবার সংবাদমাধ্যমের কাছে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কারণ জানালেন রিমঝিম মিত্র।
উল্লেখ্য, চলতিবারের একুশে জুলাই সসমাবেশে পদ্মত্যাগী একাধিক তারকামুখ দেখা গিয়েছে। সেই তালিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রর পাশাপাশি রিমঝিমও রয়েছেন। এবার পদ্ম শিবিরের প্রতি মোহভঙ্গ হওয়ার কারণ জানালেন অভিনেত্রী। সদ্য সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন, যেদিন জানতে পেরেছিলাম কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের টাকা আটকে দিয়েছে, সেদিন প্রথমবার তৃণমূলের মঞ্চে যাই। গরিব মানুষের টাকা এভাবে আটকানো উচিত নয়।” রাজনৈতিক লড়াই পরে, মনুষ্যত্ব আগে, ‘মানবিক’ রিমঝিমের কণ্ঠে যেন সেকথাই ঝরে পড়ল।
প্রসঙ্গত, রাজ্যের শাসকদলের সমাবেশে তাঁকে দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি রিমঝিম মিত্র। ভবিষ্যতে আদৌ রাজনীতিতে যোগ দেবেন কিনা, তা নিয়েও ধন্দ প্রকাশ করেছেন। তবে অভিনেত্রী একতায় বিশ্বাসী। মা-মাটি-মানুষের শিবিরে সেই একতা দেখে মুগ্ধ রিমঝিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই যে তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, সেকথাও জানাতে ভুললেন না টেলিপর্দার ‘খলনায়িকা’। রিমঝিমের কথায়, “একটু রোদ, জলে কীভাবে আমরা হাঁপিয়ে যাই কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই যাচ্ছেন, সেটা অনুপ্রেরণা জোগায়।”
আগেভাগেই কানাঘুষো শোনা গিয়েছিল যে, একুশের সমাবেশে পদ্মত্যাগী বেশ ক’জন তারকাকে দেখা যেতে পারে। সেই জল্পনা সত্যি হল। একদা বিজেপির সমর্থক রিমঝিম মিত্রকে দেখা গেল একুশের স্মরণসভায়। উল্লেখ্য, ২০১৯ সালে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনাদের পাশাপাশি আরও একঝাঁক টলিউড তারকা বিজেপি যোগ দিয়েছিলেন। সেবছরই অনেকে দাবি করেছিলেন, টলিউডের ‘লবিবাজি’র জন্য কাজ পাচ্ছেন না! আর এবার পদ্মে মোহভঙ্গ হওয়ার কারণ ফাঁস করলেন রিমঝিম মিত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.