Advertisement
Advertisement

Breaking News

Akshay-Ajay

‘বলিউডে একতা, সম্মান নেই! তাই পিছিয়ে’, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গুনগান গেয়ে বিস্ফোরক অক্ষয়-অজয়

বলিউড কেন দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির থেকে পিছিয়ে? সমীকরণ ফাঁস করলেন অক্ষয়-অজয়।

Akshay Kumar, Ajay Devgn say 'Bollywood lacks unity'
Published by: Sandipta Bhanja
  • Posted:November 17, 2024 4:46 pm
  • Updated:November 17, 2024 4:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে? কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনেদুনিয়া? হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং অজয় দেবগণ (Ajay Devgn)। দু জনেই অ্যাকশন সুপারস্টার হিসেবে পরিচিত। কারি কারি টাকা ঢেলেও কেন সিনেবাজারে দক্ষিণের কাছে হেরে যাচ্ছে বলিউড? দুই অভিনেতার মুখেই, নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে আত্মসমালোচনা!

Advertisement

দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সঙ্গে বলিউডের ঠান্ডা লড়াই নতুন নয়! দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী দেশের দুই সিনেইন্ডাস্ট্রি। দাক্ষিণাত্যভূমের প্রযোজক-পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু বলিউড তারকারা অভিনয় করেছেন। এমনকী দক্ষিণী তারকারাও প্যান ইন্ডিয়া দর্শকদের কাছে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন। ডাবিং সংস্কৃতি বা একাধিক ভাষায় বলিউড বা দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও পাখির চোখ কিন্তু থাকে বক্স অফিস ব্যবসার দিকে। আর সেক্ষেত্রেই দক্ষিণের পাল্লা খানিক ভারী। তবে ২০২৩ সালে বলিউড তাঁর ‘হারানো গৌরব’ ফিরে পেয়েছে পরপর দর্শকদের অ্যাকশন সিনেমা উপহার দিয়ে। কিন্তু তবুও বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই নিয়ে ওয়াকিবহল মহলে চর্চার অন্ত নেই। এবার অক্ষয় কুমার এবং অজয় দেবগণ মুখ খুললেন।

বলিউডের তুলনায় কি তামিল, তেলুগু, কন্নড় কিংবা মালয়ালম ইন্ডাস্ট্রিতে একতা বেশি? প্রশ্ন উঠতেই হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে অক্ষয়ই প্রথম এই বিষয়ে মুখ খোলেন। খিলাড়ির মন্তব্য, “আমাদের মধ্যে একতার অভাব। আমি জানি না অজয় এই বিষয়ে কী বলবে, তবে এই কথাটায় আমি পূর্ণ সমর্থন করি।” অক্ষয়ের মুখের কথা কেড়ে নিয়েই অজয় বলেন, “আমারও তাই মনে হয়। আর এটা নিয়েই বরাবর আলোচনা করে এসেছি। ওপেনিং ডে-তে কত কালেকশন হল, সেটা মোদ্দা কথা নয়। তবে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির মধ্যে যে একতাটা রয়েছে, সেটা আমার সত্যিই ভালো লাগে। সত্যি বলছি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ নয়, আমি সবসময়ে চেয়েছি সকলে যেন একজোট হয়। আমাদের সময়ে একে-অপরের পাশে থেকেছি আমরা সবসময়ে যখনই দরকার পড়েছে। তবে নবীন প্রদন্মের মধ্যে এই বোধটা নেই। আমরা যাঁরা নয়ের দশকে একসঙ্গে কাজ শুরু করেছিলাম, আমি, শাহরুখ, সলমন, আমির, অক্ষয় এবং অনন্যারা, আমাদের মধ্যে কোনও রেষারেষি ছিল না। আমরা সবসময়ে একে-অপরের পাশে থেকেছি। এটা আমরা সকলেই জানি। আমাদের মধ্যে কোনও বিভাজন কেউ কখনও দেখেননি।”

অজয় দেবগণের মন্তব্য শেষ হতেই অক্ষয় কুমার আরেকটি বিষয় সংযোজন করেন। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে সম্মানেরও অভাব। একতা নেই, সম্মান নেই, এগুলোই অনেক বড় বিষয়।” সেই অঙ্কেই হয়তো বলিউড পিছিয়ে যাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির থেকে। এদিনের মঞ্চ থেকেই আবার অজয় দেবগণ বড় ঘোষণা করে জানান, তাঁর পরিচালিত ছবিতে অক্ষয় এবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ