সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুম্বন কাণ্ডের জেরে ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই চর্চার শিরোনামে উদিত নারায়ণ (Udit Narayan)। মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটঠাসা চুমু করে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক। ভাইরাল ভিডিও দেখে বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণে বেজায় ক্ষিপ্ত হয় নেটপাড়ার একাংশ। ভারতীয় সভ্যতা, সংস্কৃতির কথা মনে করিয়ে গায়ককে কম তুলোধনা করেনি নেটিজেন। সেই আবহেই প্রথমা স্ত্রীর সঙ্গে খরপোশ সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতায় পড়তে হয় উদিত নারায়ণকে। এবার শিবরাত্রির আগের দিন মহাকুম্ভে যোগ দিয়েও সেই বিতর্ক পিছু ছাড়ল না শিল্পীর।
মঙ্গলবার সস্ত্রীক প্রয়াগরাজে পৌঁছেছিলেন উদিত নারায়ণ। নিময়মাফিক স্ত্রী দীপা নায়ারণকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে অমৃতস্নান সারেন। শিবরাত্রির দিনই মহাকুম্ভের অন্তিম লগ্ন। তার প্রাক্কালেই পুণ্যার্জন করতে গিয়েছিলেন গায়ক। প্রয়াগরাজে গিয়ে সংবাদমাধ্যমের কাছে যোগী প্রশাসনের প্রশংসা করে উদিত নারায়ণকে বলতে শোনা যায়, “পুণ্যতিথিতে ঈশ্বর আমাকে মহাকুম্ভে আসার সুযোগ করে দিয়েছেন, আমি খুবই খুশি। ১৪৪ বছর পর এমন মহাজাগতিক ঘটনা ঘটে। আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য।” উদিতের সেই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় কটাক্ষের বন্যা! চুম্বন কাণ্ডের প্রসঙ্গ টেনে বর্ষীয়ান শিল্পীর উদ্দেশে নিন্দুকদের প্রশ্ন, ‘চুমু কাণ্ডের পাপ ধুতে গিয়েছিলেন?’ কারও কটাক্ষ, ‘গঙ্গায় সব পাপ ধুয়ে এলেন?’ সবমিলিয়ে উদিতের মহাকুম্ভ ভিডিও নিয়ে সরগরম নেটপাড়া।
Prayagraj, Uttar Pradesh: Singer Udit Narayan reached the Mahakumbh Mela with his wife.
He said, “I am very happy that God has given me the opportunity to come to the Kumbh Mela on this auspicious occasion. Such a coincidence has happened after 144 years. It is a matter…
— ANI (@ANI)
চুম্বনকাণ্ডের জেরেই নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী। ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি! শোনা যায়, অতীতে নাকি মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অতর্কীতে কখনও অলকা ইয়াগনিক আবার কখনও বা শ্রেয়া ঘোষালকে অতর্কীতে চুম্বন করেছিলেন উদিত নারায়ণ। সেসব ‘কেচ্ছা-দৃশ্য’ও বর্তমানে নেটপাড়ার আতসকাচের তলায়। সেই আবহেই মহাকুম্ভে যোগ দিয়ে ফাঁপড়ে গায়ক! তাঁকে ঘিরে কটু কথার ভিড় নেটপাড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.