Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

‘অমিতাভ খুব কর্কশ, আমার দিকে ফিরেও তাকাননি’, অভিযোগ ‘ভাবিজি ঘর পর হ্যায়’ অভিনেতার

'ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়', অভিমানের সুরে বলছেন সানন্দ ভার্মা।

'Amitabh Bachchan was very rude', tele actor recalls being ignored by Big B

'Amitabh Bachchan was very rude', tele actor recalls being ignored by Big B

Published by: Biswadip Dey
  • Posted:June 8, 2025 11:03 am
  • Updated:June 8, 2025 11:03 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের বলিউডে পা রাখা গত শতকের সাতের দশকে। তারপর দ্রুতই তারকা, ক্রমে মহাতারকা হয়ে ওঠা। প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে ‘লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন’-এর জগতে বুঁদ হয়ে রয়েছেন বিগ বি। কিন্তু এবার অমিতাভের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ সিরিয়ালের অভিনেতা সানন্দ ভার্মা। তাঁর অভিযোগ, অমিতাভের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। প্রথমবার দারুণ ব্যবহার করেছিলেন বরিষ্ঠ অভিনেতা। কিন্তু পরের বার কার্যতই চিনতেও পারেননি!

Advertisement

এক বিনোদন ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় সানন্দকে বলতে শোনা গিয়েছে, ”আমি বহু তারকার সঙ্গেই কথা বলেছি। কিন্তু এই নিয়ে আমার কোনও মাথাব্যথা ছিল না। কিন্তু অমিতাভ বচ্চনের দ্যুতি কেমন সেটা টের পেয়েছিলাম ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রোমো শুট করার সময়। সেই প্রথম ওঁর সঙ্গে আমার আলাপ। উনি এমন একজন মানুষ… মনে হচ্ছিল আমিই অভিষেক বচ্চন। মনে হচ্ছিল আমিইও ওঁর ছেলে। তিনঘণ্টা আমার সঙ্গে কথা বলেছিলেন উনি।”

কিন্তু দ্বিতীয় অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। আর সেপ্রসঙ্গে বলতে গিয়ে সানন্দ জানাচ্ছেন, ”দ্বিতীয় বার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় আমার সঙ্গে ওঁর ফের দেখা হয়। কিন্তু সেবার উনি আমার সঙ্গে খুবই রুক্ষ ব্যবহার করেছিলেন। ওঁর কর্কশতার পরিচয় পেয়েছিলাম কথা বলতে গিয়ে। কাজশেষে আমি বলেছিলাম, আপনার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে পারলাম। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কিন্তু একটি ছবির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ভগবান আপনাকে তৃতীয় কাজটি করার সুযোগও করে দিন।” এর বেশি আর কোনও প্রতিক্রিয়াই সেদিনে অমিতাভ দেখাননি, দাবি টেলি অভিনেতার।

তবে এরপরও অমিতাভ বচ্চন সম্পর্কে যে তিনি একই রকম শ্রদ্ধাশীল, জানাচ্ছেন সানন্দ। তাঁর কথায়, ”উনি প্রথমবার আমার প্রতি মনোনিবেশ করেছিলেন। দ্বিতীয়বার পুরোপুরি এড়িয়ে যান। এই বৈপরীত্য দেখার মতো। আমি অমিতজিকে খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমার মনে হয় না হিন্দি ফিল্ম জগতে ওঁর মতো কেউ আছে বলে। তবে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ