Advertisement
Advertisement

Breaking News

National Awards

একেই বলে গর্জন! জাতীয় পুরস্কারের হ্যাটট্রিক ‘অ্যানিম্যাল’-‘স্যাম বাহাদুরে’র, উচ্ছ্বসিত অনিল-ভিকি

জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিয়ে সোশাল মিডিয়ায় কী বললেন দুই অভিনেতা?

Anil Kapoor and Vicky Kaushal Reacts To Animal and Sam Bahadur's Three National Awards
Published by: Arani Bhattacharya
  • Posted:August 2, 2025 3:06 pm
  • Updated:August 2, 2025 4:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় তিনটি বিভাগে সেরার শিরোপা পেয়েছে ভিকি কৌশলের ছবি ‘সাম বাহাদুর’। অন্যদিকে সেরার শিরোপা জিতেছে সন্দীপ রেড্ডী ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই দুই ছবির বলিউডে ব্যাবসা হোক বা দর্শকের মন জিতে নেওয়া সবটাতেই ছিল এগিয়ে। শুক্রবার এহেন সম্মানপ্রাপ্তির পর পর্দার ‘সাম বাহাদুর’ ভিকি কৌশল অভিনন্দন জানিয়েছেন ছবির গোটা টিমকে। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অনিল কাপুরকে। এদিন এই সম্মানপ্রাপ্তির পর আপ্লুত তিনিও। ‘অ্যানিম্যাল’ ছবির গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিয়ে এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেন দুই অভিনেতাই।

Advertisement

সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা, সেরা মেকআপ ও সেরা পোশাকশিল্পীর পুরস্কার জিতে নিয়েছে ‘সাম বাহাদুর’। ১ আগস্ট জাতীয় পুরস্কার ঘোষণার পর আপ্লুত অভিনেতা ভিকি কৌশল ছবির গোটা টিমকে অভিবাদন জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি ভীষণ গর্বিত। ছবির টিমকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর সন্দীপ রেড্ডির ছবি অ্যানিম্যাল ১ আগস্ট, শুক্রবার, তিন-তিনটি বিভাগে জাতীয় পুরস্কার জিতেছে। ভাঙ্গার এই ছবি সেরা সাউন্ড ডিজাইন, সেরা আবহ সঙ্গীত এই দুই বিভাগের পাশাপাশি এই ছবির নাম রয়েছে স্পেশাল মেনশনেও। এই সম্মানপ্রাপ্তির পর এই ছবির পুরো টিমকে অভিবাদন জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনিল কাপুর। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘তিন বিভাগে পুরস্কার জয়ী অ্যানিম্যাল ছবির টিমকে অনেক অভিনন্দন। একেই বলে গর্জন।’ উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ