Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

মার্ভেল ইউনিভার্সে শাহরুখ! পরবর্তী অ্যাভেঞ্জার হবেন ‘কিং’ খান?

শাহরুখ প্রথম সুপারহিরো হয়েছিলেন ‘রা ওয়ান’ ছবিতে।

Anthony Mackie wants Shah Rukh Khan as next Avenger
Published by: Biswadip Dey
  • Posted:February 12, 2025 2:51 pm
  • Updated:February 12, 2025 2:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের ‘বাদশাহ’। আসমুদ্র হিমাচল তো বটেই গোটা বিশ্বের বিনোদন জগৎ একডাকে চেনে শাহরুখ খানকে। কেমন হত যদি মার্ভেল ইউনিভার্সে অ্যাভেঞ্জার হয়ে পর্দায় অবতীর্ণ হতেন ‘কিং’ খান? কোনও ফ্যান থিয়োরি নয়, এমন দাবি করেছেন পর্দার ‘ক্যাপ্টেন আমেরিকা’ অ্যান্থনি ম্যাকি। বলিউডের অন্য কোনও তারকা নয়, কেন শাহরুখ? ম্যাকি বলছেন, ”উনিই সেরা।”

Advertisement

আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। অ্যান্থনির পাশাপাশি ছবিতে রয়েছেন হ্যারিসন ফোর্ডের মতো কিংবদন্তি অভিনেতাও। এই পরিস্থিতিতে এবার ভারতীয় অভিনেতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পর্দার সুপারহিরো। অবশ্য এই প্রথম নয়। এর আগে ‘ডেডপুল ২’ ছবিতে দেখা গিয়েছিল ডেডপুল ও ডপিন্ডার একসঙ্গে শাহরুখের বিখ্যাত ছবি ‘স্বদেশ’-এর গান শুনছেন। ২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমরা যদি ভারতীয় কনটেন্ট বানাই সেক্ষেত্রে শাহরুখকে আমাদের নিতেই হবে।”

এদিকে ২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ ছবির পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ”শাহরুখ খান একজন কিংবদন্তি। তাই না?” এবার ফের মার্ভেল তারকার মুখে শাহরুখ-প্রশস্তি। স্বাভাবিক ভাবেই গুঞ্জন জোরালো হয়েছে, তাহলে কি অদূর ভবিষ্যতে শাহরুখকে দেখা যাবে মার্ভেল বিশ্বে? অনুরাগীদের মধ্যে এই নিয়ে চর্চার শেষ নেই।

তবে মার্ভেল যদি শাহরুখকে কাস্ট করে তাহলে সেটি তাঁর প্রথম সুপারহিরো ছবি হবে না। কারণ ইতিমধ্যেই ‘রা ওয়ান’ করে ফেলেছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি ছিল জি ওয়ানের। সেটি প্রথমে ভিডিও গেমের সুপারহিরো ছিল। পরে বাস্তব জীবনে পা রাখে সে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন করিনা কাপুর। ছবিতে সুপার ভিলেন রা ওয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন রামপাল। বলিউডের আরও একজন অভিনেতা সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন। তিনি হৃতিক রোশন। ‘কৃষ’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ