Advertisement
Advertisement

Breaking News

Arindam Sil

‘আন্দোলনে মুখ দেখানোর জন্য টাকা নেন টলিউডের কিছু তারকা’, বিস্ফোরক অরিন্দম শীল

ঠিক কী বললেন পরিচালক?

Arindam Sil claims few Tollywood celeb taken appearance fee for movement
Published by: Sandipta Bhanja
  • Posted:April 18, 2025 9:59 am
  • Updated:April 18, 2025 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের আগস্ট মাসে কলকাতার বুকে ঘটে যাওয়া এক অনভিপ্রেত ঘটনায় পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন টলিপাড়ার সিংহভাগ মুখ। প্রথম দিন থেকেই কাউকে রাত জেগে চিকিৎসকদের পাশে থাকতে দেখা গিয়েছে, আবার অনেককে মিছিলে শামিল হয়ে প্রতিবাদও করতেও দেখা গিয়েছিল। যে আন্দোলন গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল, এবার সেই বিষয়ে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনলেন অরিন্দম শীল (Arindam Sil) ।

পরিচালকের দাবি, সেই আন্দোলনে মুখ দেখানোর জন্য টলিপাড়ার কিছু তারকা ‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়েছেন। অরিন্দমের কথায়, “এত বড় একটা আন্দোলন, সেখানে যাওয়ার জন্য কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ নিয়েছেন টাকা। তাঁদের বন্ধুরাই তো সেসব কথা বলে বেড়াচ্ছেন!” টলিউড পরিচালক যদিও আন্দোলনে যোগ দেওয়া কারও নাম প্রকাশ্যে আনেননি। তবে ইতিমধ্যেই অরিন্দম শীলের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। কানাঘুষো শোনা যাচ্ছে, অনেকে পালটা চ্যালেঞ্জও ছুড়েছেন যে, এমন দাবি করলে সেক্ষেত্রে পরিচালকের প্রমাণ দেওয়া প্রয়োজন থেকেই যায়। নতুবা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত সকলের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, টলিপাড়ার তারকারা কোনও দোকান বা সংস্থার উদ্বোধন করার জন্য কিংবা পুজোর মরশুমে ‘ফিতে কাটার’ জন্য পারিশ্রমিক নেন, সেটা অজানা নয়। তবে শহরে ঘটে যাওয়া কোনও ঘটনার প্রতিবাদে শামিল হওয়ার জন্য টলিপাড়ার কোনও নামী মুখ যদি ‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়ে থাকেন, কিংবা অরিন্দম শীলের (Arindam Sil) এই দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে সৎভাবে আন্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, এটা যে তাঁদেরও অপমান, তা আর বলার অপেক্ষা রাখে না!

পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়েও এই প্রথমবার অকপট অরিন্দম শীল। তাঁর মন্তব্য, “অভিযোগকারিণীর কাছের এক মানুষ ফেডারেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে ফোন করে চারজন টেকনিশিয়ানকে আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য চেয়েছিলেন। আমার সঙ্গে নিয়মিত কাজ করেন যেসব অভিনেত্রীরা, তাঁদের বলা হয়েছে- কী রে, তোরা কিছু বলছিস না কেন! আমার বিরুদ্ধে অনেকের রাগ আছে। আমাকে যে অনেকে মিলে ফাঁসানো হয়েছে, সেখানে আমার তথাকথিত সহকর্মী -বন্ধুরাও জড়িত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement