Advertisement
Advertisement

Breaking News

Asha Bhosle Death Rumour

সাতসকালে আচমকাই আশা ভোঁসলের প্রয়াণের খবর, গুজবে চটলেন ছেলে আনন্দ

মায়ের মৃত্যুসংবাদ নিয়ে কী জানালেন আনন্দ ভোঁসলে?

Asha Bhosle's Son Dismisses Her Death Rumour
Published by: Sandipta Bhanja
  • Posted:July 11, 2025 11:45 am
  • Updated:July 11, 2025 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সাতসকালে আচমকাই আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণের খবর। স্বাভাবিকভাবেই বর্ষীয়ান গায়িকার মৃত্যুর খবরে মারাত্মক শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে নেটভুবনে! কেউ শোকপ্রকাশ করছেন তো আবার কেউ বা বিশ্বাসই করতে পারছেন না!

Advertisement

জল্পনার সূত্রপাত, আসলে এক ফেসবুক পোস্টকে ঘিরে। যেখানে জ্বলজ্বল করছে- ‘স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলের মৃত্যু হয়েছে’– শীর্ষক একটি লেখা। শুধু তাই নয়, ছবিতে মালা পরানো এবং সামনে ধূপও রয়েছে। এহেন খবরে উৎকণ্ঠায় ঘনিষ্ঠদের সকলেই আশার বাড়িতে খোঁজ নিচ্ছেন। শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তিতিবিরক্ত হয়ে ময়দানে নামলেন প্রবীণ গায়িকাপুত্র আনন্দ ভোঁসলে। মায়ের মৃত্যুর ভুয়ো খবর (Death Rumour) ছড়ানোয় রেগে কাঁই তিনি। শাবানা শেখ নামে জনৈকর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হু হু করে সেই ভুয়ো পোস্ট ভাইরাল হওয়ায় সোশাল মিডিয়ায় পর পর আরও কয়েকটি পোস্টে ছেয়ে যায় নেটভুবন। আর সেই জন্যই ফোনর পর ফোন পাচ্ছেন আশাপুত্র। এবার সেই প্রেক্ষিতে নিজেই মুখ খুললেন তিনি। ঠিক কী জানালেন আনন্দ ভোঁসলে? তাঁর মন্তব্য, সর্বৈব মিথ্যে খবর। একেবারে ভিত্তিহীন।

পুত্র আনন্দ ভোঁসলের সঙ্গে আশা ভোঁসলে

প্রসঙ্গত, সম্প্রতি রাহুল দেব বর্মনের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপনে দেখা গিয়েছিল আশা ভোঁসলেকে। সেটা ২৭ জুনের ঘটনা। এদিন কিংবদন্তী শিল্পীর হারমোনিয়াম, ছবি এবং অসংখ্য পুরস্কার এবং পদকে সাজানো আসরে প্রয়াত স্বামীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা গিয়েছিল প্রবী গায়িকাকে। প্রিয় পঞ্চমের স্মৃতিচারণা করে এদিন তিনি বলেন, “ওঁর সুরে সুর মেলাতে আমার কখনও কোনও অসুবিধা হয়নি। রেকর্ডিংয়ের সময় আমি কোনওদিন সমস্যার মুখোমুখি হইনি। পঞ্চমের তৈরি করা গান খুব সহজেই গাইতাম আমি।” মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন আশা ভোঁসলে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন এবং তাঁদের তিন সন্তানও রয়েছে। তবে, ১৯৬০ সালে সেই দাম্পত্যের বিচ্ছেদ ঘটে। এরপর আশা ১৯৮০ সালে প্রখ্যাত সঙ্গীতশিল্পী আরডি বর্মনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন গায়িকা। এবং ১৯৯৪ সালে পঞ্চমের মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গেই ছিলেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement