Advertisement
Advertisement
Baaghi 4 CBFC

নগ্ন দৃশ্য, কন্ডোমের ব্যবহার, যিশু মূর্তিতে আঘাত! ‘বাগি ৪’-এ কাঁচি চালাতে গিয়ে নাজেহাল সেন্সর বোর্ডও

২৩টি দৃশ্য ছাঁটাই করে তবে টাইগার শ্রফ, সঞ্জয় দত্তের ছবিকে ছাড়পত্র দিল CBFC।

Baaghi 4 Gets several Cuts, Changes From CBFC: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2025 2:58 pm
  • Updated:September 4, 2025 2:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম-প্রতিশোধ-অ্যাকশনে রক্তাক্ত ট্রেলারেই ‘ভয়’ ধরিয়েছিল ‘বাগি ৪’। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর থেকেও যেন হিংস্র টাইগার শ্রফ, সঞ্জয় দত্তের এই ছবি। আর সেই সিনেমাকে ছাড়পত্র দিতে গিয়েই নাকানিচোবানি খাওয়ার জোগাড় সেন্সর বোর্ডের! বলিউড মাধ্যম সূত্রে খবর, মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালিয়ে তবে ক্ষান্ত হয়েছে সিবিএফসি।

Advertisement

কিন্তু ‘বাগি ৪’ ছবিটিকে ছাড়পত্র দিতে গিয়ে কেন বেগ পেতে হয় সেন্সর বোর্ডকে? জানা গেল, ছবির একাধিক সংলাপে অশ্লীল গালিগালাজ, রক্তগঙ্গা বয়ে যাওয়া হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে রগরগে নগ্ন দৃশ্য, কন্ডোমের ব্যবহার দেখানো হয়েছে। আর সেসব কারণেই তেইশটি দৃশ্যের কোনওটায় পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে তো কোনওটা আবার পুরোপুরি ছবি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তবে শেষমেশ ‘বাগি ৪’কে ‘A’ সার্টিফিকেট ধরিয়ে রিলিজের ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ঠিক কোন কোন দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সিবিএফসি? বলিউড মাধ্যম সূত্রে খবর, ছবির এক দৃশ্যে যিশু মূর্তিতে ছুরিকাঘাত করা হয়। আরেক চরিত্রকে দেখা যায় কফিনের উপর দাঁড়িয়ে থাকতে, সেই দুটি দৃশ্যে পুরোপুরি কাঁচি চালানো হয়েছে। আরেক দৃশ্যে প্রদীপের শিখা থেকে বিড়ি জ্বালাতে দেখা যায়। আর কাঁপন ধরিয়ে দেওয়া সিনেমার সবথেকে রোমহর্ষক সিকোয়েন্সটি সঞ্জয় দত্তের। যেখানে ‘ইয়ে মেরা হুসন’ গানটিতে কাটা হাতে অভিনেতাকে সিগারেট জ্বালাতে দেখা যায়। এই দুই দৃশ্যও নির্মাতাদের ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। গালিগালাজ, কন্ডোমকেন্দ্রিক এক অশ্লীল সংলাপও ‘মিউট’ করে দেওয়া হয়েছে বলে খবর।

Baaghi 4 TEASER: Tiger Shroff Fans spot similarities with Ranbir's Animal

‘এবার রক্তগঙ্গা বইবে…’, বলে পয়লা ঝলকেই গর্জন ছেড়েছিল ‘বাগি’র চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। সেই পথ অনুসরণ করে ট্রেলারে আরও ভয়ানক ঝলক দেখিয়েছিলেন অভিনেতাদ্বয়। কখনও হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’, কখনও আবার দাঁ-কুড়ুল, টাইগারের অস্ত্র হিসেবে বাদ যায়নি কিছুই! ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারদিকে রক্তবন্যা। ফিনকি দিয়ে বেরনো শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার, সঞ্জয়রা। সিনেমার মহিলা চরিত্রদেরও হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্সে দেখা যায় ট্রেলারে।

‘বাগি ৪’ ছবিতে সঞ্জয় দত্তের সম্মুখ সমরে দেখা যাবে টাইগার শ্রফকে। সঞ্জুবাবা এই গল্পের ভিলেন। আচমকাই টাইগারের প্রেমিকার উধাও হয়ে যাওয়ার নেপথ্যে তিনি। এহেন প্লটকে কেন্দ্র করেই এগিয়েছে ‘বাগি ৪’-এর গল্প। ট্রেলারে তেমন আভাসই পাওয়া গিয়েছিল। সোনম বাজওয়া থেকে হরনাজ সাধু প্রত্যেকেই নজর কাড়েন রক্তাক্ত চেহারায়। প্রেম-প্রতিশোধ, রোম্যান্স থেকে অ্যাকশন, বিনোদনের সব উপকরণই মজুত ‘বাগি ৪’ ছবিতে। এদিকে ভক্তদের উল্লাস, ‘রনি (টাইগার) এবার আরও ভয়ঙ্কর খেলায় মেতেছে।’ তবে এহেন খুনখারাপি আর রক্তগঙ্গা দেখে ‘বাগি ৪’কে ছাড়পত্র দিতে গিয়ে নাজেহাল সেন্সর বোর্ডও!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ