ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘু হিসাবে ভারতে নিজেকে নিরাপদ মনে করেন জন আব্রাহাম? বহুবার এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেতা। কারণ একাধিকবার অসহিষ্ণুতা নিয়ে উত্তাল হয়েছে দেশ। একই প্রশ্নের মুখে পড়েছেন আমির থেকে শাহরুখ খান। বলিউড তারকাদের মন্তব্য নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু এসব প্রশ্নকে একেবারেই আমল দিতে চান না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় বলিউড তারকাকে। যে প্রশ্নকে স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে পাঠালেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে জন সাফ জানিয়ে দেন, “আমি আমার দেশকে ভালোবাসি এবং এখানেই আমি নিজেকে সবচেয়ে নিরাপদ বোধ করি।” এরপরই যোগ করেন, “আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু তার জন্য কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি কখনও।” এ প্রসঙ্গেই অভিনেতা পালটা প্রশ্ন ছুড়ে দেন, “পার্সিদের নিয়ে এদেশে কারও সমস্যা হয়? যদি আমার কথাই বলতে হয় তাহলে বলব, ভারতীয় হিসেবে আমি গর্বিত এবং এদেশে সম্পূর্ণ নিরাপদ বোধ করি। একজন ভারতীয় হিসাবে বিশ্বের দরবারে এদেশের জাতীয় পতাকা বহন করতে পারলে নিজেকে ধন্য মনে করব।”
এহেন প্রশ্নের মুখোমুখি হয়ে খানিকটা বিরক্তই যে হয়েছেন অভিনেতা, তাও বুঝিয়ে দেন। বলেন, “একজন ব্যক্তিকে পছন্দ বা অপছন্দের একাধিক কারণ থাকতে পারে। তার ধর্ম কোনও বিচারের মাপকাঠি হতে পারে না। আমার বাবা একজন সিরিয়ান খ্রিস্টান এবং মা জোরাস্ত্রিয়ান। তা সত্ত্বেও এই দেশের তুলনায় নিরাপদ আমি অন্য কোথাও বোধ করি না।”
সদ্য মুক্তি পেয়েছে জনের নতুন ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’। আবারও অ্যাকশন হিরোর অবতারে পর্দায় ফিরেছেন অভিনেতা । ২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যার্পণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ‘নাম শাবানা’ খ্যাত পরিচালক শিবম নায়ারের এই ছবিতে উজমার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সাদিয়া খাতিবকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.